উইন্ডোজের মালিকের নাম পরিবর্তন করুন।

আমরা যখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটআপ দেই তখন উক্ত কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি যার নামে সেটআপ দিতে হবে তার নাম দিয়ে থাকি।
কিন্তু যখন সেটআপ সম্পন্ন হয় তখন কি উইন্ডোজের মালিকের পাল্টানো সম্ভব? অবশ্যই সম্ভব।
প্রথমে START এ ক্লিক করে RUN এ ক্লিক করি তারপার তাতে REGEDIT লিখে এন্টার চাপি। তারপর-
Go to HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows NT/CurrentVersion
এখানে ডান পাশে RegisteredOwner এ ডাবল ক্লিক করি। এবং এখানে ভেলু ডাটাটি আপনার ইচ্ছামত পাল্টান এবং উইন্ডোজের মালিকের নাম পাল্টে ফেলুন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO