কয়েকটি মুভি ডাউনলোড সাইটের তালিকা -



  • ছোট সাইজে MKV ফরমেটে BRRip,DVDRip প্রিন্টের কোয়ালিটিতে প্রায় হালের জনপ্রিয় নতুন সব মুভি পাওয়া যায় এই খানে। মাঝে মাঝে হিন্দী মুভি ও পাওয়া যায় এইখানে। www.mediafiremoviez.com 
  • এটার রিপ গুলো একটু বড়ই, 700MB এর মধ্যে AVI ফরমেটে প্রায় সব প্রিন্টের মুভি পাওয়া যায়। এই সাইটটির বৈশিষ্ট্য হল এই খানে মুভির ডেটাবেস বেশ বড়। আপনি হিন্দী,ইংলিশ কোরিয়ান প্রায় নামজাদা সব মুভিই খুঁজে পাবেন এই সাইটে www.stagevu.com
  •  ছোট সাইজের মুভি ডাউনলোড সাইটের মধ্যে অন্যতম। এটি অনেকটা www.mediafiremoviez এর মত।এর ডাটাবেইজের বেশির ভাগ মুভিই 300 MB এর মধ্যে থাকে। ডাউনলোড রিজিউম সাপোর্টেড। www.300mbmovie.com 
  • এর সকল মুভি মিডিয়াফায়ারে আপলোড করা ।এটার মধ্যে সাবটাইটেল বিল্ডইন করা থাকে মুভি গুলোতে। তাছাড়া ও লেভেল ট্যাগ থাকে মুভির ধরন অনুযায়ী। এর বেশীর ভাগ মুভিই 300mb-700mb এর মধ্যে সীমাবদ্ধ থাকে। www.yourpcmovies.net 
  • মিডিয়াফায়ারের লিংক এ আপলোড করা ছোট সাইজের মুভি ডাউনলোডের আর একটি সাইট । এই খানে মুভির ডেটাবেজ কিছুটা কম অন্যদের তুলনায় www.300mbfilms.com অপেক্ষাকৃত ভালো প্রিন্টের মুভি ডাউনলোডের ক্ষেত্রে অনেক দিন ধরেই জনপ্রিয়। তবে এই খানের মুভি গুলো মিডিয়াফায়ারে আপলোড করা না। www.oneclickmoviez.com 
  • HD/ Blue ray rip রিপের মুভি ডাউনলোডের জন্য সাইটটিকে মোটামুটি বেছে নেওয়া যায়। এর সব মুভিই মিডিয়াফায়ারে আপলোডকৃত। www.urgrove.com 
  • এই খানে মুভি, বিভিন্ন ইংলিশ টিভি সিরিজ ইত্যাদি ডাউনলোড করা যাবে www.mediafireheaven.ucoz.com 300
  • 300mb এর মধ্যে HD প্রিন্টের মুভি ডাউনলোড করতে চাইলে সাইটটিতে আপনাকে একটি বারের জন্য হলেও যেতে হবে। www.300mbrips.net 
  • আপনি কোরিয়ান, জাপানিজ, তাইওয়ানের মুভি ও ড্রামা সিরিজ এর সকল লিংক পাবেন ডাউনলোডের। www.dramacrazy.net 
  • আপনি যদি হিন্দী মুভির পাগল হয়ে থাকে এবং পুরাতন হিন্দী মুভি খুঁজতে থাকেন তাহলে এই সাইট আপনাকে সাহায্য করবে। www.bharatmovies.com/hindi/watch/movies.htm একটা সময়ে ইরানি মুভি ছিল বিশ্ব বিখ্যাত ।
  • আপনি চাইলে এই সাইট থেকে ইরানি মুভি ডাউনলোড করতে পারেন। www.arianworld.com 
  • অনেকেই হয়তো এনিমেটেড মুভি ও সিরিয়াল দেখে থাকেন,আর এই সব ডাউনলোডের জন্য আদর্শ হলো ।কারণ এতে আপনি প্রায় সবধরনেই এনিমেটেড আইটেম পাবেন। www.anivoid.com 
  • মাঝে মাঝে বাংলা মুভি ও দেখা হয়। তো বাংলা মুভি ডাউনলোডের এটি ভালো সাইট। এছাড়াও এখানে হিন্দি ও ইংলিশ মুভি পাওয়া যায়। কাজে লাগতে পারে । মুভির জন্য কিছু ওয়েব সাইট রাখা হল www.mediafiremoviez.com 
  • ফেসবুক কে Mediafiremoviez পেজটা Like দিয়ে রাখতে পারেন।
  • www.stagevu.com 
  • www.300mbunited.com 
  • www.yourpcmovies.net
  • www.300mbmovie.com 
  • www.yourpcmovies.net 
  • www.300mbfilms.com 
  • www.oneclickmoviez.com
  • www.urgrove.com 
  • www.mediafireheaven.ucoz.com
  • www.300mbrips.net
  • www.dramacrazy.net 
  • www.bharatmovies.com
  • www.arianworld.com 
  • www.anivoid.com 
  • www.doridro.com 
  • www.downloading4fun.com 
  • www.lazydesis.com 
  • www.moviezone24.co.cc
  • www.moviezone24.co.cc 
  • www.300mkvmovies.co.cc
  • www.freekoreanmovies.net 
  • www.icefilms.info 
  • www.anivoid.com/home 
  • www.moviesmobile.net 
  • www.dllinks.com 
  • www.mediafireheaven.ucoz.com 
  • www.hindilinks4u.net 
  • www.downloads.nl 
  • www.world4free.inurgrove.com 
  • www.moviesnhacks.com
  • www.hungama4movie.com 
  • www.downloads.nl 
  • www.mediafiremoviez.com 
  • www.300mbunited.com 
  • www.300mbfilms.com
  • www.mediafiremovies.com 
  • www.mediafire-movies.blogspot.com 
  • www.mediafiremovies.net
  • www.mediafirefilms.com
  • www.moviesmediafire.blogspot.com

1 comment:

  1. এখনই সচেতন হোন এবং সচেতন করুন!

    আপনার ও আপনার পরিবারের অথবা প্রিয়জন কে উপহার দেয়ার জন্য এখুনি Medicare Pain Cure Package টি 'বুক' করুন।
    Medicare Pain Cure Package only at 1500 TK.

    This package include:

    1.Lumbar roll
    2.Cervical pillow
    3.Medicare health card.

    Call for details – (01795405475)


    আমাদের অনেককেই অফিস বা ব্যাবসা ক্ষেত্রে দীর্ঘক্ষণ চেয়ারে বসে(Computer work & normal work)জব করেন।এ চেয়ারে বসে থাকার দরুন দীর্ঘমেয়াদি সমস্যা হল কোমর ব্যথা ও ঘাড়ে ব্যথা। দীর্ঘক্ষণ চেয়ারে বসে জব করেন,কিন্তু কোমর বা ঘাড়ে ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

    টেলিভিশনে সন্ধ্যা থেকেই শুরু হয় ধারাবাহিক নাটক। এ-চ্যানেল ও-চ্যানেল ঘুরে চলতেই থাকে। বাড়ির জ্যেষ্ঠ সদস্যরাও রাত পর্যন্ত বেশ জমিয়ে দেখেন সেগুলো। এভাবে একটানা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে থেকে একসময় কোমর ধরে আসে। কিন্তু টেলিভিশনের সামনে থেকে আর ওঠা হয় না। আবার সেই সকালে অফিসে ঢুকে ফাইলে মুখ গুঁজে কিংবা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতেও ব্যথা হয় কোমরে।

    শক্ত সমান বিছানায় এক বালিশে চিত হয়ে ঘুমাবেন।ঘাড় যাতে বালিশ(Cervical Pillow) দিয়ে সাপোর্ট দেয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। প্রয়োজন মনে করলে বালিশ নিচে টেনে নামিয়ে নেবেন বা কম উচ্চতার বালিশ ব্যাবহার করবেন।ঘাড় সামনে ঝুকিয়ে বেশিক্ষন কাজ করবেন না,কাজের জায়গায় চেয়ার টেবিল এমন ভাবে রাখবেন যাতে ঘাড় সামনে না ঝুকিয়ে কাজ করতে পারেন।মাঝে মাঝে ঘাড়ের ব্যায়াম করে নেবেন।


    কোমর ব্যথা এড়াতে
    *বসার সময় কোমর সুরক্ষিত থাকে, এমনভাবে বসতে হবে।
    *চেয়ারে Lumbar Roll ব্যাবহার করে মেরুদণ্ড কে সোজা রেখে কোমর ব্যথা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
    *চেষ্টা করবেন ২-৩ ঘণ্টা বসে কাজ করার পর ১০-১৫ মিনিটের জন্য হালকা হাটাচলা করে নিতে।
    PRICE:
    MEDICARE LUMBAR ROLL-500TK
    MEDICARE CERVICAL PILLOW-1000TK
    For details plz. Visit…………..
    https://www.facebook.com/medicarebd

    ReplyDelete

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO