নতুন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন
বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন মো. মোজাম্মেল হোসেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বুধবার এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আপিল বিভাগের বিচারক মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
এ নিয়োগ ১৮ মে থেকে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিচারপতি মোজাম্মেল দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হবেন। খায়রুল হক অবসরে যাচ্ছেন ১৭ মে।
বর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান। তাকে ডিঙ্গিয়েই প্রধান বিচারপতি পদে নিয়োগ পেলেন মো. মোজাম্মেল হোসেন। এবিএম খায়রুল হকও ওই পদে নিয়োগ পেয়েছিলেন আবু নাঈম মো. মোমিনুর রহমানকে ডিঙ্গিয়েই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে আসছিলো।
১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণকারী মোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান ১৯৭০ সালে। এরপর যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে øাতকোত্তর ডিগ্রি পান তিনি।
১৯৭১ সালে জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করা মোজাম্মেল হোসেন আইনজীবী হিসেবে হাইকোর্টে কাজ শুরু করেন ১৯৭৮ সালে। ১৯৯৮ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৯ সালে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।
বিচারপতি মোজাম্মেল হোসেনের চাকরির মেয়াদ শেষ হবে ২০১৫ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আপিল বিভাগের বিচারক মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
এ নিয়োগ ১৮ মে থেকে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিচারপতি মোজাম্মেল দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হবেন। খায়রুল হক অবসরে যাচ্ছেন ১৭ মে।
বর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান। তাকে ডিঙ্গিয়েই প্রধান বিচারপতি পদে নিয়োগ পেলেন মো. মোজাম্মেল হোসেন। এবিএম খায়রুল হকও ওই পদে নিয়োগ পেয়েছিলেন আবু নাঈম মো. মোমিনুর রহমানকে ডিঙ্গিয়েই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে আসছিলো।
১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণকারী মোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান ১৯৭০ সালে। এরপর যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে øাতকোত্তর ডিগ্রি পান তিনি।
১৯৭১ সালে জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করা মোজাম্মেল হোসেন আইনজীবী হিসেবে হাইকোর্টে কাজ শুরু করেন ১৯৭৮ সালে। ১৯৯৮ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। ২০০৯ সালে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।
বিচারপতি মোজাম্মেল হোসেনের চাকরির মেয়াদ শেষ হবে ২০১৫ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Thanks for Comment