শব্দ শোনা যাবে দাঁত দিয়েই
সম্প্রতি ইউরোপে দাঁতের মাধ্যমে শব্দ শোনার যন্ত্রের অনুমোদন দেয়া হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে কোনো শব্দ মানুষের দাঁতের মাধ্যমে সরাসরি মানুষের অন্তকর্ণে পৌঁছে যায়। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যেসব রোগী কানে শোনে না তাদের জন্য শব্দ কানে পৌঁছে দেবার এই ডিভাইসটি উদ্ভাবন করেছে রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেফ পিপল (আরএনআইডি)। সাউন্ডবাইট নামের এই ডিভাইসটি দাঁতের ওপরের বাম মাড়িতে বা ডান মাড়িতে বসিয়ে নিতে হয়।
আরএনআইডি-এর গবেষকরা সতর্ক করে দিয়েছেন, এই যন্ত্রটি সব রোগীদের জন্য সমান কার্যকর নাও হতে পারে।
গবেষকরা জানিয়েছেন, এই যন্ত্র ব্যবহারে শব্দ বাতাসে ভেসে না গিয়ে হাড়ের মাধ্যমে কানে পৌঁছায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যেসব রোগী কানে শোনে না তাদের জন্য শব্দ কানে পৌঁছে দেবার এই ডিভাইসটি উদ্ভাবন করেছে রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেফ পিপল (আরএনআইডি)। সাউন্ডবাইট নামের এই ডিভাইসটি দাঁতের ওপরের বাম মাড়িতে বা ডান মাড়িতে বসিয়ে নিতে হয়।
আরএনআইডি-এর গবেষকরা সতর্ক করে দিয়েছেন, এই যন্ত্রটি সব রোগীদের জন্য সমান কার্যকর নাও হতে পারে।
গবেষকরা জানিয়েছেন, এই যন্ত্র ব্যবহারে শব্দ বাতাসে ভেসে না গিয়ে হাড়ের মাধ্যমে কানে পৌঁছায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Thanks for Comment