উঁচু হিলের জুতা গেঁটেবাতের ঝুঁকি বাড়ায়

উঁচু হিলের জুতা ব্যবহারের ফলে গেঁটেবাত (আথ্রাইটিস) হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরুষের চেয়ে নারীদেরই বেশি।

'দি সোস্যাইটি অব চিরোপোডিস্ট অ্যান্ড পোডিয়ট্রিস্ট' এর বিশেষজ্ঞরা নারীদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছে বলে বিবিসি জানায়।

ওই সোস্যাইটি জানায়, উঁচু হিলের জুতা পড়লে পায়ের পাতা, গোড়ালি ও হাঁটুর সংযোগস্থলের ওপর চাপ বাড়তে পারে।

সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায় তা হল 'অস্টেয়আথ্রাইটিস'। এর ফলে হাড়ের সংযোগে সংযোগে ব্যথা অনুভূত হয় ও তা অসাড় হয়ে আসে। যুক্তরাজ্যে প্রায় ৮০ লাখ মানুষ এ সমস্যায় ভুগছে যাদের বেশিরভাগই নারী।

'দি সোস্যাইটি অব চিরোপোডিস্ট অ্যান্ড পোডিয়ট্রিস্ট' প্রায় ২ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখেছে, তাদের এক-চতুর্থাংশ নারীই প্রতিদিন বা প্রায়দিনই উঁচু হিলের জুতা পড়ে।

জরিপে আরো দেখা গেছে, অংশগ্রহণকারী নারী ও পুরুষের ৭৭ ভাগই তাদের কর্মোপযোগী জুতা ব্যবহার করে না। এরফলে ফলে হাড়ের সংযোগে আঘাত লাগতে পারে এবং চাপ বেড়ে যেতে পারে।

আথ্রাইটিস বিষয়ক গবেষক অ্যান্থনি রেডমোন্ড জানান, শুধু বুড়ো বয়সে নয় যেকোনো বয়সেই আথ্রাইটিস হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO