এক সাইট থেকেই একাধিক সাইটে ফাইল শেয়ার
নানা কারণে অনলাইনে ফাইল ভাগাভাগি (শেয়ার) করতে হয়। ফাইল শেয়ার করার জন্য রয়েছে অনেক ওয়েবসাইট। তবে সব সাইটে সব রকম সুবিধা পাওয়া যায় না। এ জন্য অনেক সময় বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য একই ফাইল ভিন্ন ভিন্ন ফাইল ভাগাভাগির সাইটে প্রকাশ (আপলোড) করতে হয়। এটি অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার।
‘মাল্টি আপলোড’ নামের একটি সাইটে আপনি একটি ফাইল একবার রেখে দিলেই আটটি ফাইল শেয়ারিং সাইটে শেয়ার করতে পারেন। এ জন্য www.multiupload.com ঠিকানার সাইটে যেতে হবে। খেয়াল করে দেখুন, আটটি ফাইল শেয়ারিং সাইটের তালিকা রয়েছে। আপনি যে সাইটগুলোয় আপনার ফাইলটি শেয়ার করতে চান, সেই সাইটের নাম টিক চিহ্ন দিয়ে নির্বাচিত করুন। যে ফাইলটি শেয়ার করতে চান, সেটি Browse করে নির্বাচিত করুন। তারপর Upload বাটনে ক্লিক করুন। ফাইল সাইটে চলে গেলে নতুন একটি পেজ আসবে। ওই পেজে একটি ডাউনলোড লিংক পাবেন। যেসব সাইটে আপনার ফাইলটি শেয়ার করেছেন, তার তালিকা ওই লিংকে থাকবে। এই লিংক থেকেই ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী সাইট থেকে আপনার ফাইলটি নামাতে পারবে।
‘মাল্টি আপলোড’ নামের একটি সাইটে আপনি একটি ফাইল একবার রেখে দিলেই আটটি ফাইল শেয়ারিং সাইটে শেয়ার করতে পারেন। এ জন্য www.multiupload.com ঠিকানার সাইটে যেতে হবে। খেয়াল করে দেখুন, আটটি ফাইল শেয়ারিং সাইটের তালিকা রয়েছে। আপনি যে সাইটগুলোয় আপনার ফাইলটি শেয়ার করতে চান, সেই সাইটের নাম টিক চিহ্ন দিয়ে নির্বাচিত করুন। যে ফাইলটি শেয়ার করতে চান, সেটি Browse করে নির্বাচিত করুন। তারপর Upload বাটনে ক্লিক করুন। ফাইল সাইটে চলে গেলে নতুন একটি পেজ আসবে। ওই পেজে একটি ডাউনলোড লিংক পাবেন। যেসব সাইটে আপনার ফাইলটি শেয়ার করেছেন, তার তালিকা ওই লিংকে থাকবে। এই লিংক থেকেই ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী সাইট থেকে আপনার ফাইলটি নামাতে পারবে।



0 comments:
Thanks for Comment