রোজা-ঈদে স্কুল-কলেজ বন্ধের সূচি ঘোষণা

রমজানে সারাদেশে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ অগাস্ট থেকে ছুটি থাকবে। কলেজে ছুটি শুরু হবে ১৬ অগাস্ট থেকে।

রমজান ও ঈদুল ফিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটির তারিখ নির্ধারণের ঘোষণা রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে দেন।


নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ যেসব বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে, সেগুলোতে ৪ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে।


প্রাথমিক বিদ্যালয় যেগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, সেগুলোর ছুটির তারিখ শিক্ষামন্ত্রী ঘোষণা করেননি। তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানাবে বলে তিনি জানান।


কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে ১৬ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।


মাদ্রাসাগুলোয় ২ অগাস্ট ছুটি শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


শিক্ষামন্ত্রী বলেন, "রমজানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত পরিপত্র সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।"


এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করবে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO