মোবাইল ফোন, টাইমবোমা!

প্রযুক্তির এই যুগে আমরা মোবাইল ফোনের ওপর কতোটা নির্ভরশীল তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার অদূর ভবিষ্যতে আমাদের জন্য অশনি সংকেত বয়ে আনতে পারে। 

মোবাইল ফোন আমাদের শরীরের জন্য টাইমবোমার মতোই ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। 

সম্প্রতি ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিস হেনশ মোবাইল ফোন ব্যবহারের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে, মানুষকে মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য সিগারেটের গায়ে যে ধরণের সতর্কবার্তা লেখা থাকে, ঠিক তেমনি মোবাইলের প্যাকেটের গায়েও এর ক্ষতিকারক দিকগুলো লেখার আহবান জানান।

ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে ডেনিস আরও বলেন,‘বিশ্বের বহু মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন, তারা জানেন না এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে শুধুমাত্র ব্রেন টিউমারই নয়, সন্তান জন্মদানেও সমস্যা তৈরি হতে পারে’।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO