তৈরি হলো বিশ্বের সবচেয়ে হাল্কা কাঠামো
বিশ্বের সবচেয়ে হালকা বস্তু বা কাঠামো উদ্ভাবনে সফলতার দাবী করেছেন গবেষকরা। গবেষকদের দাবী, এটা বাতাসের চেয়েও হালকা, তাই ড্যানডেলিয়ন ফুলের ওপর এটি রাখলেও ফুলের কোনো ক্ষতি হয় না। খবর লাইভ সায়েন্স-এর।
এ বস্তু তৈরিতে খুব কম ঘনত্বের উপাদার ব্যবহার করা হয়েছে এবং বস্তুটির গঠন অনেকটা আইফেল টাওয়ার এবং গোল্ডেন গেট ব্রিজের কাঠামোর মতো।
এ বস্তুটির কাঠামো তৈরিতে পাতলা উপাদানে তৈরি খুবই সরু পাইপ ব্যবহার করা হয়েছে। এ বস্তুটির ৯৯.৯৯ ভাগই বাতাস পূর্ণ আর ০.১ ভাগ কেবল উপাদানের ভর। মানুষের চুলের চেয়েও ১ হাজার ভাগের এক ভাগ পুরত্বের এ পাইপগুলো।
মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)-এর গবেষকরা এ বস্তুটির উদ্ভাবক।
শক প্রতিরোধী বা ব্যাটারির ইলেকট্রোড হিসেবে এ বস্তু ব্যবহার করা যাবে। গবেষকরা হালকা বস্তুর আরো কাঠামো তৈরি করতে কাজ করছেন।
এ বস্তু তৈরিতে খুব কম ঘনত্বের উপাদার ব্যবহার করা হয়েছে এবং বস্তুটির গঠন অনেকটা আইফেল টাওয়ার এবং গোল্ডেন গেট ব্রিজের কাঠামোর মতো।
এ বস্তুটির কাঠামো তৈরিতে পাতলা উপাদানে তৈরি খুবই সরু পাইপ ব্যবহার করা হয়েছে। এ বস্তুটির ৯৯.৯৯ ভাগই বাতাস পূর্ণ আর ০.১ ভাগ কেবল উপাদানের ভর। মানুষের চুলের চেয়েও ১ হাজার ভাগের এক ভাগ পুরত্বের এ পাইপগুলো।
মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)-এর গবেষকরা এ বস্তুটির উদ্ভাবক।
শক প্রতিরোধী বা ব্যাটারির ইলেকট্রোড হিসেবে এ বস্তু ব্যবহার করা যাবে। গবেষকরা হালকা বস্তুর আরো কাঠামো তৈরি করতে কাজ করছেন।
0 comments:
Thanks for Comment