লন্ডন অলিম্পিকের স্মারক মুদ্রার ডিজাইনার বাংলার সাইমান

লন্ডন: বাঙালি তরুণ সাইমানের নকশায় তৈরি হবে আসছে লন্ডন অলিম্পিকের স্মারক মুদ্রা। লন্ডনে ২০১২ সালের অলিম্পিককে সামনে রেখে রয়েল মিন্ট ৫ পাউন্ডের দুটি স্মারক মুদ্রা বাজারে ছাড়ার জন্য মুদ্রা দুটির নকশা আহ্বান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিযোগিতায় অংশ নিয়ে বার্মিংহাম মুইজলি এলাকার বাসিন্দা, বার্মিংহাম স্কুল অব আর্কিটেকচারের মাস্টার্সের ছাত্র বাঙালি তরুণ সাইমান মিয়ার নকশাটি অলিম্পিক স্মারক মুদ্রার জন্য বিজয়ী হয়। অপর স্মারক মুদ্রাটির নকশা বিজয়ী হন ওর্চেস্টাশায়ারের হারফোর্ড কলেজের আর্ট গ্যাজুয়েট পিপার সান্ডারল্যান্ড।
 
বাঙালি তরুণ সাইমান মিয়া তার নকশায় তুলে এনেছেন লন্ডনের স্কাইলাইন ও অলিম্পিকের নানা ইভেন্টের প্রতীক আর পিপার নকশায় স্থান পেয়েছে প্যারাঅলিম্পিক, স্টপওয়াচ ও চাকা।

এ খবরে উচ্ছ্বসিত সাইমান মিয়া বলেন, ‘আমি রীতিমত রোমাঞ্চিত। নকশাটি অলিম্পিকের স্মারক মুদ্রা হিসেবে সারা জীবন মানুষের সংগ্রহে থাকবে, এটা ভেবে আমি বিশেষ আনন্দিত।’

স্থাপত্যবিদ্যার প্রতি তার অনুরাগ স্মারক মুদ্রা তৈরিতে তাকে অনুপ্রাণিত করেছে। বাঙালি এ তরুণ সাইমানের বাংলাদেশের বাড়ি বৃহত্তর সিলেটের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

সাইমান আরো বলেন, ‘লন্ডনের বাইরে দেশ-বিদেশ থেকে অলিম্পিক দেখতে আসা মানুষ গোটা লন্ডন ঘুরে ফিরে যাওয়ার সময় তারা যেন ‘এক টুকরো লন্ডন’ নিয়ে যান। তাই আমার নকশায় আমি অলিম্পিকের খেলাধূলার প্রতীকের সাথে লন্ডনের ভবন ও স্থাপত্যকর্ম যোগ করে দিয়েছি যা লন্ডনের প্রতিনিধিত্ব করে।’

বহুল আলোচিত লন্ডন অলিম্পিকে বাঙালি তরুণ সাইমানের একটি শিল্পকর্ম চিরস্থায়ী হয়ে থাকবে এ নিয়ে ব্রিটেনে বসবাসরত বাঙালি কমিউনিটি গর্বিত। এ মাসের শেষের দিকে এ স্মারক মুদ্রাটি বাজারে ছাড়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে সাইমানকে সম্মানী দেওয়া হবে পাঁচ হাজার পাউন্ড।
 
উল্লেখ্য, ব্রিটেনের বর্তমান রাজনীতি ও সমাজ ব্যবস্থায় বাঙালিরা আজ একটার পর একটা তাদের মেধা ও কর্ম দিয়ে সাফল্য অর্জন করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রেও বাঙালি ছেলে-মেয়েরা আজ আর পিছিয়ে নেই। এরই মধ্যে লর্ড সভা, ব্রিটেনের পার্লমেন্টে বাঙালি এমপি, এমন কি লন্ডনের টাওয়ার হ্যামলেটেস্ এর নির্বাহী মেয়রও হয়েছেন বাঙালি। কূটনৈতিক দিক দিয়ে বাঙালিরা পিছিয়ে নেই বিচার ব্যবস্থায়ও আমাদের বিচারপতি হওয়ার গৌরব রয়েছে। এবার আসন্ন লন্ডন অলিম্পিকের স্মারক মুদ্রার নকশা তৈরির গৌরব অর্জন করায় বাঙালিদের সাফল্য আরেক ধাপ এগিয়ে গেল।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO