শীতেও খুশকিমুক্ত সুন্দর চুল
শীতে শুধু আমাদের শরীরের ত্বকই রুক্ষ হয়ে যায় না। প্রকৃতির মতোই আমাদের চুলও রুক্ষ ও নিস্প্রাণ হয়ে ওঠে। সেই সঙ্গে নতুন উপদ্রব শুরু হয় খুশকির সমস্যা। আর খুশকি থেকে চুল পড়া শুরু।
আমাদের চুল সুন্দর রাখতে খুব কষ্ট করতে হবে না, শুধু প্রয়োজন ইচ্ছা আর একটু যত্ন।
প্রথমেই প্রতিদিন বাইরে থেকে ফিরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
চুল ধোয়ার সময় লক্ষ রাখতে হবে , যেন ময়লা যেমন জমে থাকা যাবে না, তেমনি শ্যাম্পু এবং কন্ডিশনারও খুব ভালোভাবে পরিস্কার করতে হবে।
সপ্তাহে অন্তত দুই দিন নারকেল তেল গরম করে মাথায় লাগিয়ে ২ ঘণ্টা রেখে ধুয়ে নিলে উপকার পাওয়া যায়।
এতো গেল স্বাভাবিক যত্ন, বেশি সুন্দর ঝলমলে চুল চাইলে তো নিতে হবে বাড়তি একটু যত্ন। ঘরের তৈরি প্যাক নিয়মিত ব্যবহারে ফিরে পেতে পারি চুলের হারানো সৌন্দর্ সেই সাথে দূর করতে পারি খুশকিও। যা করতে হবে-
মেহেদি পেস্ট-১ টেবিল চামচ, টক দই-১ টেবিল চামচ, ডিম ১ টি, মধু- ১ চা চামচ একসঙ্গে নিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন।
পেয়াজের রস-১ টেবিল চামচ, লেবুর রস এবং মসুরের ডাল বাটা দিয়ে পেস্ট তৈরি করে চুলে মেখে আধা ঘণ্টা রাখুন। এবার খুশকি মুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন।
নিয়মিত যত্ন নিলে খুশকি মুক্ত সুন্দর চুল নিয়ে আনন্দে কাটানো যাবে শীতের সময়। আর নিয়মিত যত্নে নেওয়ার পরেও যদি খুশকির সমস্যার কোনো উন্নতি না হয়, তবে চিকিৎসকের পরামর্ নিতে হবে।
আমাদের চুল সুন্দর রাখতে খুব কষ্ট করতে হবে না, শুধু প্রয়োজন ইচ্ছা আর একটু যত্ন।
প্রথমেই প্রতিদিন বাইরে থেকে ফিরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
চুল ধোয়ার সময় লক্ষ রাখতে হবে , যেন ময়লা যেমন জমে থাকা যাবে না, তেমনি শ্যাম্পু এবং কন্ডিশনারও খুব ভালোভাবে পরিস্কার করতে হবে।
সপ্তাহে অন্তত দুই দিন নারকেল তেল গরম করে মাথায় লাগিয়ে ২ ঘণ্টা রেখে ধুয়ে নিলে উপকার পাওয়া যায়।
এতো গেল স্বাভাবিক যত্ন, বেশি সুন্দর ঝলমলে চুল চাইলে তো নিতে হবে বাড়তি একটু যত্ন। ঘরের তৈরি প্যাক নিয়মিত ব্যবহারে ফিরে পেতে পারি চুলের হারানো সৌন্দর্ সেই সাথে দূর করতে পারি খুশকিও। যা করতে হবে-
মেহেদি পেস্ট-১ টেবিল চামচ, টক দই-১ টেবিল চামচ, ডিম ১ টি, মধু- ১ চা চামচ একসঙ্গে নিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন।
পেয়াজের রস-১ টেবিল চামচ, লেবুর রস এবং মসুরের ডাল বাটা দিয়ে পেস্ট তৈরি করে চুলে মেখে আধা ঘণ্টা রাখুন। এবার খুশকি মুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন।
নিয়মিত যত্ন নিলে খুশকি মুক্ত সুন্দর চুল নিয়ে আনন্দে কাটানো যাবে শীতের সময়। আর নিয়মিত যত্নে নেওয়ার পরেও যদি খুশকির সমস্যার কোনো উন্নতি না হয়, তবে চিকিৎসকের পরামর্ নিতে হবে।
0 comments:
Thanks for Comment