ওয়েবে গণিত উৎসব
গণিত উৎসব সামনে রেখে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে। গণিতের নানা খবর নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট (www.matholympiad.org.bd)। এ ওয়েবসাইটে গণিতের নানা খবরের পাশাপাশি অলিম্পিয়াড রিসোর্সে পাওয়া যাবে গণিতবিষয়ক আর্টিকেল, টিউটোরিয়াল, গণিতের বইয়ের খবর। আগে অনুষ্ঠিত গণিত উৎসবের প্রশ্ন পাওয়া যাবে বিডিএমও প্রশ্ন বিভাগে। গণিত ইশকুল বিভাগে রয়েছে প্রথম আলোয় প্রকাশিত গণিত ইশকুল পাতার সব তথ্য। চালু হয়েছে গণিত অলিম্পিয়াড ব্লগ (www.matholympiad.org.bd/blog)। এতে গণিত উৎসবের নানা ঘটনার তাৎক্ষণিক আপডেট থাকবে। গণিতের নানা বিষয়ে আলোচনা করতে চালু হয়েছে গণিত ফোরাম (www.matholympiad.org.bd/forum)। এই ফোরামে যোগ দিয়ে বিগত বছর সমূহের সমস্যা নিয়ে আলোচনা এবংঅন্যান্য বিষয়ে প্রস্তুতি নেওয়া যাবে। উৎসবের নানা তথ্য নিয়ে প্রথম আলোর ওয়েব সংস্করণে থাকছে বিশেষ আয়োজন।
0 comments:
Thanks for Comment