আপনার কম্পিউটারকে ভালো রাখুন
আসসালামুঅলাইকুম আজ আমি কম্পিউটার ভাল রাখার জন্য কিছু trips দিলাম আসা করি উপকৃত হবেন।
১. প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।
২. Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।
৩. কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৪. রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।
৫. বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
৬. কম্পিউটার VIRUS দূর করার জন্য antivirus download ব্যবহার করা উচিৎ।
৭. কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
৮. প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।
৯. অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। আদতে এতে আরও ক্ষতিই হয়।
১০. কিছু software Use করুন এতে কম্পিউটার এর গতি ভাল থাকবে কিছু software দিলাম cCleaner
advance system care pro 5
TuneUp utilities 2012
১১. নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
১২. ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।
১৩.ঘন ঘন windows Xp সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাতখনিক গতি বারলেও পরবতিতে র্যাম ও মাদারবোড এ সমস্যা হতে পারে।
সকলকে অনেক ধন্যবাদ।
১. প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।
২. Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।
৩. কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
৪. রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।
৫. বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
৬. কম্পিউটার VIRUS দূর করার জন্য antivirus download ব্যবহার করা উচিৎ।
৭. কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
৮. প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।
৯. অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। আদতে এতে আরও ক্ষতিই হয়।
১০. কিছু software Use করুন এতে কম্পিউটার এর গতি ভাল থাকবে কিছু software দিলাম cCleaner
advance system care pro 5
TuneUp utilities 2012
১১. নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
১২. ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।
১৩.ঘন ঘন windows Xp সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাতখনিক গতি বারলেও পরবতিতে র্যাম ও মাদারবোড এ সমস্যা হতে পারে।
সকলকে অনেক ধন্যবাদ।
0 comments:
Thanks for Comment