বিপিএল’র ছয় দলের নাম প্রস্তাব
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র ছয়টি দলের প্রস্তাবিত নাম ঠিক হয়ে গেছে। বিভাগ ঠিক রেখে নামকরণের চেষ্টা করেছে ফ্রেঞ্চাইজিরা।
প্রস্তাবিত নামগুলো হলো ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং টাইগার্স, বেঙ্গল টাইগার্স বরিশাল, ওয়ালটন ফাইটার্স সিলেট, দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গল।
প্রতিটি দলের আলাদা আলাদা লোগোও ঠিক হয়ে গেছে। রোববার দলের নাম এবং লোগো বিপিএল গভর্নিং কাউন্সিলের সামনে তুলে ধরবে দলগুলো। দু’একটি ক্লাব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তাদের লোগো এবং নাম প্রস্তাবও করবে সোমবার।
link
প্রস্তাবিত নামগুলো হলো ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং টাইগার্স, বেঙ্গল টাইগার্স বরিশাল, ওয়ালটন ফাইটার্স সিলেট, দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গল।
প্রতিটি দলের আলাদা আলাদা লোগোও ঠিক হয়ে গেছে। রোববার দলের নাম এবং লোগো বিপিএল গভর্নিং কাউন্সিলের সামনে তুলে ধরবে দলগুলো। দু’একটি ক্লাব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তাদের লোগো এবং নাম প্রস্তাবও করবে সোমবার।
link





 
 
.jpg) 
 


0 comments:
Thanks for Comment