পর্নোগ্রাফির সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি প্রভৃতি নিষিদ্ধ করা হয়েছে। এসবের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, বিশেষ আদালত বা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হবে। এ ছাড়া পর্নোগ্রাফি নিয়ে মিথ্যা মামলার শাস্তি দুই বছর।
আজ সোমবার মন্ত্রিসভায় পর্নোগ্রাফি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, পর্নোগ্রাফি সারা দেশে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইট ও মুঠোফোনের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়াচ্ছে। তিনি বলেন, পর্নোগ্রাফির কারণে নারী, পুরুষ ও যুবসমাজ হেয় হচ্ছে। তাই এ আইন করা হয়েছে।
আজ সোমবার মন্ত্রিসভায় পর্নোগ্রাফি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, পর্নোগ্রাফি সারা দেশে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইট ও মুঠোফোনের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়াচ্ছে। তিনি বলেন, পর্নোগ্রাফির কারণে নারী, পুরুষ ও যুবসমাজ হেয় হচ্ছে। তাই এ আইন করা হয়েছে।
0 comments:
Thanks for Comment