পঞ্চম শিশু চলচ্চিত্র উৎসব ২১ জানুয়ারি শুরু

ঢাকা: বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২’ শুরু হচ্ছে ২১ জানুয়ারি। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।


প্রতিবারের মতো এবারও উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।


আয়োজক সূত্র জানিয়েছে, এবারের উৎসবে ৪০টি দেশের ২৩৩টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের ছবিগুলো কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান ও সেমিনার হলে, ব্রিটিশ কাউন্সিল, অলিয়ঁস ফ্রঁসেজ, হাজারীবাগের কলেজ অব লেদার টেকনোলজিসহ দেশের সকল বিভাগীয় শহরে প্রদর্শন করা হবে। প্রদর্শনের সময় সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা।


উৎসবে ১৮ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে ছবিগুলো উপভোগ করতে পারবে। তবে খোঁজ-খবর রেখো কারণ তোমার স্কুল থেকেও দল বেঁধে সবাইকে ছবিগুলো দেখাতে নিয়ে যেতে পারেন শিক্ষকরা।


অভিভাবকরাও ৩০ টাকার টিকিট সংগ্রহ করেও ছবি দেখতে পারবেন। উৎসবে ছবি প্রদর্শন করা ছাড়াও থাকছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা।


উৎসবের প্রধান সমন্বয়কারী মনিরা মোরশেদ মুন্নি ইচ্ছেঘুড়িকে জানান, ২১ জানুয়ারি বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এবারের উৎসব উদ্বোধন করবেন সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান একে খন্দকার বীর উত্তম।


উৎসবে গিয়ে ছবিগুলো দেখার সুযোগ একেবারেই হাতছাড়া করো না। কারণ ছবিগুলোর ডিভিডি কিনে বাসায় দেখা গেলেও এই উৎসব ছাড়া বড় পর্দায় ছবিগুলো দেখার সুযোগ পাবে না। আর বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা।
Link

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO