বিশ্বের সবচেয়ে বেঁটে মানব হিসেবে স্বীকৃতি পেয়েছেন নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি।

বিশ্বের সবচেয়ে বেঁটে মানব হিসেবে স্বীকৃতি পেয়েছেন নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। গতকাল রোববার তাঁকে এ স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

৭২ বছর বয়সী বাহাদুরের উচ্চতা ২১ দশমিক ৫ ইঞ্চি। ওজন ১২ কিলোগ্রাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা বাহাদুরের উচ্চতা মাপার পর নিশ্চিত করেন, তিনিই এখন বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানব। এর আগে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানবের স্বীকৃতি ছিল ফিলিপাইনের নাগরিক জানরে বালাউয়িংয়ের। তাঁর চেয়ে বাহাদুরের উচ্চতা ৫ দশমিক ৩ সেন্টিমিটার কম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডি এক বিবৃতিতে বলেন, ‘আগের রেকর্ড ভেঙে যাওয়ায় আমি বিস্মিত। বাহাদুরের বয়স যদি সত্যিই ৭২ বছর হয়, তাহলে তিনিই হবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ৫৭ বছরের ইতিহাসে সবচেয়ে খর্বাকৃতির বয়স্ক মানুষ। এ জন্য তিনি আলাদা পুরস্কারও পাবেন।’

মাত্র তিন সপ্তাহ আগে নেপালি গবেষকেরা বাহাদুরকে বিশ্বের খর্বাকৃতির মানব দাবি করে বিশ্বের নজরে আনে। মাত্র ১২ বছর বয়সে বাবা-মাকে হারান বাহাদুর। তাঁর স্বজনেরা বিভিন্ন প্রদর্শনীতে তাঁকে ব্যবহার করে অর্থ কামিয়েছে। সম্প্রতি প্রথমবারের মতো পশ্চিমা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাহাদুর বলেন, ‘খর্বাকৃতির হওয়ায় সারাজীবন যত কষ্ট করেছেন, গিনেস বুকে নাম উঠলে তা কিছুটা হলেও লাঘব হবে।’ 

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী,২০১২

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO