বিপিএলের টিকেটের দাম কমল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেটের দাম কমে গেছে। টিকেটের স্বত্ব কেনা প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিপিএলের আয়োজনের দায়িত্ব পাওয়া ‘গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট’-এর সঙ্গে আলোচনা করে টিকেটের দাম কমানো হয়েছে।
এখন থেকে বিপিএলের টিকেটের সর্বনিু দাম ২০০ টাকা। আগে সর্বনিু টিকেট ছিল ৫০০ টাকার।
পূর্ব গ্যালারির টিকেট ২০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকেট এক হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকেট পাওয়া যাবে ২ হাজার টাকায়।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫ হাজার টাকা। হসপিটালিটি বক্স, আইসিসি হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের টিকেট ১২ হাজার টাকা করে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক
এখন থেকে বিপিএলের টিকেটের সর্বনিু দাম ২০০ টাকা। আগে সর্বনিু টিকেট ছিল ৫০০ টাকার।
পূর্ব গ্যালারির টিকেট ২০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকেট এক হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকেট পাওয়া যাবে ২ হাজার টাকায়।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫ হাজার টাকা। হসপিটালিটি বক্স, আইসিসি হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের টিকেট ১২ হাজার টাকা করে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক




0 comments:
Thanks for Comment