জার্মানিতে একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন অপি করিম

নন্দিত অভিনেত্রী অপি করিমের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সবারই জানা। বুয়েট থেকে স্থাপত্যকলায় মাস্টার্স শেষ করে বর্তমানে উচ্চতর ডিগ্রির জন্য জার্মানিতে অবস্থান করছেন তিনি। জার্মানের বুনেবর্গে অ্যানহাল্ট ইউনিভার্সিটিতে ল্যান্ডস্ক্যাপ আর্কিটেকচারে ইন্টারন্যাশানাল মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করছেন অপি। কোর্সেও থার্ড সেমিস্টারের সমাপনী পরীক্ষায় সম্প্রতি তিনি অংশ নেন। এই পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের আওতায় সম্প্রতি এই ইউনিভার্সিটি থেকে তাকে স্কলার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জার্মান থেকে অপি করিম বাংলানিউজকে ই-মেইলের মাধ্যমে এই সুসংবাদ জানিয়েছেন।

বাংলানিউজের কাছে পাঠানো ই-মেইলে অপি করিম জানান, শেষ বর্ষের পরীক্ষায় ভালো ফলাফল করায় অ্যানহাাল্ট ইউনিভার্সিটি থেকে তাকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লেরি পারফর্মেন্স’ প্রদান করে। ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. আয়নার কেজলার আনুষ্ঠানিকভাবে ৩০ জানুয়ারি সোমবার সন্ধ্যয় ক্যাম্পাস অডিটোরিয়ামে অপি করিমের হাতে পুরস্কারটি তুলে দেন। এই অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে রয়েছে স্কলার সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইজমানি ১০০০ ইউরো। 

বার্তায় অপি করিম আরো জানান, একাডেমিক পড়াশোনার বাইরে একই ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও লিটারেচরের উপর একটি ডিপ্লোমা কোর্স করেছিলেন। এই কোর্সের রেজাল্টও ছিল ভালো। এছাড়াও ইউনিভার্সিটির সোশ্যাল ও কালচারাল প্রোগ্রেমেও তিনি নিয়মিত অংশ নিয়েছেন।  একাডেমিক রেজাল্টের পাশাপাশি সামগ্রিক কর্মকান্ড মূল্যায়নের মাধ্যমেই তাকে তাদের ব্যাচের ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লেরি পারফর্মেন্স’ প্রদানের জন্য মনোনীত করা হয়। অ্যানহাল্ট ইউনিভার্সিটির যেসব শিক্ষকের কাছে এই ব্যাচের ছাত্র-ছাত্রীরা ক্লাস করেছেন তাদের সম্মিলিত ভোটে এই অ্যাওয়ার্ড প্রদানের জন্যএকজন শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

অপি করিমের ব্যাচে বাংলাদেশের একমাত্র শিক্ষার্থী ছিলেন তিনিই। এই ব্যাচে আরো ছিল চীন, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, ইরান, তুর্কি, আয়ারল্যান্ড, ফ্রান্স ও জার্মানীর শিক্ষার্থীরা। একাডেমিক কোর্সের আওতায় অপি করিমের ‘ডিজাইন অফ এ গ্রিন স্ক্রিন এবং ডিজাইন অফ এ গ্রিন প্রজেক্ট দুটি বুনেবর্গের শিক্ষকদের  কাছে সমাদৃত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে  অ্যানহাল্ট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট আয়নার কেজলার অপি করিমকে একটি বড় সম্পদ বলে উল্লেখ করেন।
Api_Karim-intar
অপি করিমের স্বামী আলোচিত নাট্যকার ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় পুরস্কার প্রাপ্তির পর পরই অপি ফোনে পরিবারকে সুসংবাদটি জানান। উজ্জ্বল আরো জানান, বিভিন্ন প্রজেক্ট ও থিসিসের কাজে আরো মাস দেড়েক অপি করিমকে জার্মানি থাকতে হবে।  আগামী মার্চে তার দেশে ফেরার সম্ভাবনা আছে। উজ্জ্বল আরো জানিয়েছেন, আর্কিটেকচার হিসেবে অপি করিম দেশেই ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী।

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম তার অভিনয় ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ২০১০ সালের ১ অক্টোবর জার্মানিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। অবশ্য মাস খানেকের ছুটিতে তিনি এর মধ্যে দুবার বাংলাদেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। ছুটি কাটাতে দেশের আসার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন। শেষবার বেড়াতে এসে তো অপি করিম টুপ বিয়ের পিঁড়িতেও বসে পড়েন। মেধাবী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে দেড় বছরের প্রেমের পরিণতি টানেন। এর আগে অবশ্য পারিবারিকভাবে আরো একবার তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। জার্মান প্রবাসী ড. আশির আহমেদের সেই সংসার খুব বেশিদিন টেকসই হয় নি।
 
বহু আগেই অপি করিম ঘোষণা দিয়ে রেখেছেন, স্থাপত্যকলাকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করতে চান। তাই বলে অভিনয় থেকে দূরে থাকা তার পক্ষে একেবারেই অসম্ভব।  পেশাগত কাজের ফাঁকে প্রাণের তাগিদে অপি অভিনয়টা আিজীবন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে গেছেন ভক্তদের কাছে।

link 

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO