অস্কারের ৮৪তম আয়োজনে এবারের অস্কার বিজয়ীদের নাম ঘোষণা
লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে অস্কারের ৮৪তম আয়োজনে এবারের অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাফটার আসরে চমক দেখানোর পর এবারে অস্কার জয় করেছে ‘দ্য আর্টিস্ট’ ছবিটি। ৮৪তম অস্কার আসরে সেরা ছবিসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছে সাদা-কালোয় নির্মিত নির্বাক এ চলচ্চিত্রটি। দ্য আর্টিস্টের পরিচালক মাইকেল হাজানিভাস জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। এ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারটি গেছে ফরাসি অভিনেতা জ্যঁ দুজারদিনের ঝুলিতে। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সংগীত ও সেরা পোশাকের পুরস্কারও জিতে নিয়েছে দ্য আর্টিস্ট।
এদিকে ‘দ্য আয়রন লেডি’ চলচ্চিত্রে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেরিল স্ট্রিপ।
এবারের অস্কার আসরে মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে মার্টিন স্করসেসের ‘হুগো’ চলচ্চিত্রটিও। এ ছবিটির বেশির ভাগ অস্কার এসেছে কারিগরি বিভাগে। ‘হুগো’ ছবিটি সিনেমাটোগ্রাফি, আর্ট ডিরেকশন, সাউন্ড এডিটিং এবং মিক্সিং ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জিতেছে।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ক্রিস্টোফার প্লামার। তাঁর বয়স বর্তমানে ৮২ বছর।
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অক্টাভিও স্পেনসার, ‘দ্য হেল্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এ ছাড়া বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রথমবারের মতো অস্কার জিতেছে ইরানি ভাষার চলচ্চিত্র। আসগার ফারহাদি পরিচালিত এ চলচ্চিত্রটির নাম ‘এ সেপারেশন’।
এদিকে ‘দ্য আয়রন লেডি’ চলচ্চিত্রে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেরিল স্ট্রিপ।
এবারের অস্কার আসরে মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে মার্টিন স্করসেসের ‘হুগো’ চলচ্চিত্রটিও। এ ছবিটির বেশির ভাগ অস্কার এসেছে কারিগরি বিভাগে। ‘হুগো’ ছবিটি সিনেমাটোগ্রাফি, আর্ট ডিরেকশন, সাউন্ড এডিটিং এবং মিক্সিং ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জিতেছে।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ক্রিস্টোফার প্লামার। তাঁর বয়স বর্তমানে ৮২ বছর।
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অক্টাভিও স্পেনসার, ‘দ্য হেল্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এ ছাড়া বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রথমবারের মতো অস্কার জিতেছে ইরানি ভাষার চলচ্চিত্র। আসগার ফারহাদি পরিচালিত এ চলচ্চিত্রটির নাম ‘এ সেপারেশন’।
0 comments:
Thanks for Comment