বিপিএল’র প্রথম শিরোপা ঢাকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ হাসি হেসেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ফাইনালে তারা ৮ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্সকে।
বরিশাল বার্নার্স ইনিংস: ১৪০/৭ (ওভার ২০)
ঢাকা গ্ল্যাডিয়েটরস ইনিংস: ১৪৪/২ (ওভার ১৫.৪)
ফল: ঢাকা ৮ উইকেটে জয়ী
বরিশাল বার্নার্স ইনিংস: ১৪০/৭ (ওভার ২০)
ঢাকা গ্ল্যাডিয়েটরস ইনিংস: ১৪৪/২ (ওভার ১৫.৪)
ফল: ঢাকা ৮ উইকেটে জয়ী

20120229233835.jpg)


0 comments:
Thanks for Comment