ফুটবল মাথায় সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো আব্দুল হালিম
২২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিপুল দর্শক ও গণমাধ্যমের উপস্থিতিতে মাথায় ফুটবল নিয়ে ১৫.২ দূরত্ব অতিক্রম করে গিনিস বুকে সেটি রেকর্ড হিসেবে স্বীকৃতি দাবি করেন মাগুরার আব্দুল হালিম। তিনি ২০০৯ সালের ২১ আগস্ট মালয়েশিয়ার ইয়ে মিং লোর গড়া রেকর্ড ভাঙ্গেন। যিনি ফুটবল মাথায় ১১.১২ দূরত্ব অতিক্রম করেছিলেন। প্রায় তিন মাস অপেক্ষার পর ২৩ জানুয়ারি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে হালিমের রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানো হয়।




0 comments:
Thanks for Comment