সোমবার দুপুর আড়াইটার পর মোবাইল ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে টেলিটক থেকে আরইজি (Reg) টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর টাইপ করতে হবে। যেমন ঢাকা হলে ডিএচএ, রাজশাহী হলে আরএজে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে ফল প্রকাশ হলেই টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া
রবি থেকে - `SSC<>1ST 3 LETTER OF BOARD<> ROLL<>PASSINGG YEAR` লিখে পাঠিয়ে দিন
16222 নাম্বার এ।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে ফল। অন্যদিকে বোর্ডগুলোর ওয়েবসাইটে ঢুকেও, সে বোর্ডের ফল জানা যাবে।
রবি থেকে - `SSC<>1ST 3 LETTER OF BOARD<> ROLL<>PASSINGG YEAR` লিখে পাঠিয়ে দিন
16222 নাম্বার এ।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে ফল। অন্যদিকে বোর্ডগুলোর ওয়েবসাইটে ঢুকেও, সে বোর্ডের ফল জানা যাবে।
0 comments:
Thanks for Comment