বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ পাইবাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রিচার্ড পাইবাস। 
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)‘র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরি সুজন পাইবাসের দায়িত্ব নেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। নিজাম উদ্দিন বলেন, ‘শিগগিরই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাইবাস। তার অধীনেই জিম্বাবুয়েই সফরে যাবে। মাসিক বেতন হিসেবে ২০ হাজার ডলার পাবেন তিনি।’

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO