কম্পিউটারে ইউএসবি পোর্ট বন্ধ করুন

কম্পিউটারে ইউএসবি পোর্ট বন্ধ করতে চাইলে My Computer-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Manage-এ ক্লিক করুন। এবার Continue-তে ক্লিক করে Device Manager-এ ক্লিক করুন। এখানে Univeৎsal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা করে Right button ক্লিক করে Disable করে দিন। তাহলে আপনার কম্পিউটারে আর Pen drive/Modem যা-ই প্রবেশ করানো হোক না কেন, সেগুলো Show করবে না, আবার Enable করে দিলে Show করবে।
সূত্র: দৈনিক প্রথম আলো

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO