মেয়েরা লিপস্টিক থেকে সাবধান!!!
মেয়েরা সাজার সময় লিপস্টিক ব্যবহার করতে ভুল করে না। লিপস্টিক তাদের চাই-ই চাই। আমি নিজেও একজন মেয়ে এবং আমিও ব্যবহার করি। আর কিছু ব্যবহার না করলেও তাড়াহুড়ো করে অন্তত ঠোঁটে লিপস্টিক লাগাতে ভুল হয় না। কিন্তু এই লিপস্টিকও আমাদের ক্ষতি করে। এবং অনেক বড় ধরণের ক্ষতি। বৃটেনের একটি গবেষণায় এমন কথাই বলা হয়েছে।
লিপস্টিক ব্যবহারের কারণে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। কারণ বাজারে অর্ধেকরও বেশি লিপস্টিকে পারদের প্রলেপ দেয়া থাকে। যা ব্যবহারে বুদ্ধির ঘাটতি হতে পারে। সূত্র: ডেইলি মেইল।
ব্রিটেনে বাজার থেকে ২২টি ব্রান্ডের লিপস্টিক সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে ৫৫ ভাগ লিপিস্টিকে পারদের প্রলেপ দেয়া আছে। এমনকি ১২ টি লিপস্টিকে টক্সিক পর্যন্ত পাওয়া গেছে। প্রতি মিলিয়নে যার পরিমাণ ৩ দশমিক ২২ ভাগ এবং তা উচ্চ মাত্রার।
বোস্টন লিড পয়জনিং প্রিভেনশন প্রোগ্রাম সতর্ক করে বলেছে, এ ধরনের পারদ প্রলেপযুক্ত লিপস্টিক ব্যবহারে স্বাস্থ্যের জন্যে মারাত্মক ঝুঁকি বৃদ্ধি করে। এমনকি তা মেয়েদের স্বভাবের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, নতুন কিছু শেখার ক্ষমতা কমাতে বা গর্ভে শিশুদেরও ক্ষতি করতে পারে।
পারসনাল কেয়ার প্রডাক্টস কাউন্সিলের চিফ ড: হালিনা ব্রেসলায়েক বলেছেন, স্বাস্থ্যের কথা চিত্মা করলে লিপস্টিক ব্যবহার না করাই ভাল। বরং ছেলেমেয়েদের কথা চিত্মা করে পারদ প্রলেপযুক্ত লিপস্টিক ব্যবহার করা কখনোই ঠিক হবে না।
ব্রিটেনের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেষ্ট্রেশন এখনো লিপস্টিকে কতটুকু পারদ ব্যবহার করা যাবে তা নির্ধারিত করে দেয়নি। আর এসব লিপস্টিকে ব্যবহার করা রঙ ও উপাদান যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করা হয়। বাজার থেকে ৪শ রঙের লিপস্টিকের নমুনায় উচ্চ মাত্রার পারদের উপস্থিতি পাওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন, এল’ওরাল, মেবেলিন, কাভার গার্ল, নার্স, স্ট্রাগাজারের মত স্বনামধন্য লিপস্টিক প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলোর উচিত বিষয়টি নিয়ে চিত্মা ভাবনা করা।
সুত্রঃ প্রিয়.কম
লিপস্টিক ব্যবহারের কারণে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। কারণ বাজারে অর্ধেকরও বেশি লিপস্টিকে পারদের প্রলেপ দেয়া থাকে। যা ব্যবহারে বুদ্ধির ঘাটতি হতে পারে। সূত্র: ডেইলি মেইল।
ব্রিটেনে বাজার থেকে ২২টি ব্রান্ডের লিপস্টিক সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে ৫৫ ভাগ লিপিস্টিকে পারদের প্রলেপ দেয়া আছে। এমনকি ১২ টি লিপস্টিকে টক্সিক পর্যন্ত পাওয়া গেছে। প্রতি মিলিয়নে যার পরিমাণ ৩ দশমিক ২২ ভাগ এবং তা উচ্চ মাত্রার।
বোস্টন লিড পয়জনিং প্রিভেনশন প্রোগ্রাম সতর্ক করে বলেছে, এ ধরনের পারদ প্রলেপযুক্ত লিপস্টিক ব্যবহারে স্বাস্থ্যের জন্যে মারাত্মক ঝুঁকি বৃদ্ধি করে। এমনকি তা মেয়েদের স্বভাবের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, নতুন কিছু শেখার ক্ষমতা কমাতে বা গর্ভে শিশুদেরও ক্ষতি করতে পারে।
পারসনাল কেয়ার প্রডাক্টস কাউন্সিলের চিফ ড: হালিনা ব্রেসলায়েক বলেছেন, স্বাস্থ্যের কথা চিত্মা করলে লিপস্টিক ব্যবহার না করাই ভাল। বরং ছেলেমেয়েদের কথা চিত্মা করে পারদ প্রলেপযুক্ত লিপস্টিক ব্যবহার করা কখনোই ঠিক হবে না।
ব্রিটেনের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনেষ্ট্রেশন এখনো লিপস্টিকে কতটুকু পারদ ব্যবহার করা যাবে তা নির্ধারিত করে দেয়নি। আর এসব লিপস্টিকে ব্যবহার করা রঙ ও উপাদান যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করা হয়। বাজার থেকে ৪শ রঙের লিপস্টিকের নমুনায় উচ্চ মাত্রার পারদের উপস্থিতি পাওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন, এল’ওরাল, মেবেলিন, কাভার গার্ল, নার্স, স্ট্রাগাজারের মত স্বনামধন্য লিপস্টিক প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলোর উচিত বিষয়টি নিয়ে চিত্মা ভাবনা করা।
সুত্রঃ প্রিয়.কম
0 comments:
Thanks for Comment