Autorun বন্ধ করে দিন পেনড্রাইভের
পেনড্রাইভের মাধ্যমে যে ভাইরাস ছড়ায় তার বেশির ভাগ অ্যান্টিভাইরাস কিছু করতে পারে না। কারণ, ভাইরাস আক্রান্ত পেনড্রাইভে ভাইরাসটির সঙ্গে একটি autorun.ini নামের ফাইল থাকে।
পেনড্রাইভের আটোরান বন্ধ করে নিন। এটি করতে Start>Run যান। এখানে লিখুন gpedit.msc এবং এন্টার চাপুন। Group policy wizard open হবে। এখান থেকে Administrative Templates>System এ আসুন। ডান পাশ থেকে Turnoff Autoplay তে ডাবল ক্লিক করুন। যে Wizard আসবে তা থেকে Turnoff Autoplay- Enabledকরুন এবং নিচে Turnoff Autoplay on – All drives Select করুন। এরপর Apply+OKকরে বেরিয়ে আসুন।
উইন্ডোজ এক্সপ্লোরারের মেন্যু বারে টুলস অপশনে গিয়ে Folder Options-এ ক্লিক করুন। view ট্যাবের show hidden files and folders সক্রিয় করুন এবং hide protected operating system files থেকে টিক চিহ্ন তুলে দিন। পেনড্রাইভে কোনো ভাইরাস বা autorun ফাইল থাকলে তা এবার দেখা যাবে। সতর্কতার সঙ্গে তা মুছে ফেলুন।
ভাইরাস সাধারণত প্রতিটি ড্রাইভেই autorun ফাইল তৈরি করে। ফলে নতুন উইন্ডোজ ইনস্টল করার পর সেসব ড্রাইভ খুললে নতুন করে ভাইরাসও সক্রিয় হয়। এ জন্য উইন্ডোজ ইনস্টল করার পর পরই কোনো অ্যান্টিভাইরাস দিয়ে পুরো কম্পিউটার পরীক্ষা করিয়ে নিন। autorun মুছে ফেলতে পারেন।
ডাবল ক্লিকে কখনোই পেনড্রাইভ খুলবেন না।
পেনড্রাইভের আটোরান বন্ধ করে নিন। এটি করতে Start>Run যান। এখানে লিখুন gpedit.msc এবং এন্টার চাপুন। Group policy wizard open হবে। এখান থেকে Administrative Templates>System এ আসুন। ডান পাশ থেকে Turnoff Autoplay তে ডাবল ক্লিক করুন। যে Wizard আসবে তা থেকে Turnoff Autoplay- Enabledকরুন এবং নিচে Turnoff Autoplay on – All drives Select করুন। এরপর Apply+OKকরে বেরিয়ে আসুন।
উইন্ডোজ এক্সপ্লোরারের মেন্যু বারে টুলস অপশনে গিয়ে Folder Options-এ ক্লিক করুন। view ট্যাবের show hidden files and folders সক্রিয় করুন এবং hide protected operating system files থেকে টিক চিহ্ন তুলে দিন। পেনড্রাইভে কোনো ভাইরাস বা autorun ফাইল থাকলে তা এবার দেখা যাবে। সতর্কতার সঙ্গে তা মুছে ফেলুন।
ভাইরাস সাধারণত প্রতিটি ড্রাইভেই autorun ফাইল তৈরি করে। ফলে নতুন উইন্ডোজ ইনস্টল করার পর সেসব ড্রাইভ খুললে নতুন করে ভাইরাসও সক্রিয় হয়। এ জন্য উইন্ডোজ ইনস্টল করার পর পরই কোনো অ্যান্টিভাইরাস দিয়ে পুরো কম্পিউটার পরীক্ষা করিয়ে নিন। autorun মুছে ফেলতে পারেন।
ডাবল ক্লিকে কখনোই পেনড্রাইভ খুলবেন না।
0 comments:
Thanks for Comment