শিশু বুঝতে শেখে পাঁচ মাস বয়সেই
শিশুরা কত বছর বয়স থেকে চিন্তাভাবনা করতে শেখে? নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, মাত্র পাঁচ মাস বয়সী শিশুর মস্তিষ্কও ‘সক্রিয় স্মৃতিশক্তি’ ধারণ করে। এতে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য কোনো একটি ঘটনা ছবির মতো করে স্মৃতিতে ধারণ করতে পারে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত গবেষণাকেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষকেরা শিশুদের মস্তিষ্কের কার্যপদ্ধতি বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলছেন, ছোট্ট শিশুরাও সচেতনভাবে চিন্তাভাবনা করতে সক্ষম।
নেচার সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক চলমান বস্তুর মতো কোনো কিছু শনাক্ত করলে সেটি সংরক্ষণের জন্য মস্তিষ্কে একধরনের সংকেত পৌঁছে যায়। গবেষণায় অন্তত ২৪০টি শিশুকে এক সেকেন্ডেরও কম সময়ে একটি ছবি দেখতে দেওয়া হয়। এতে পাঁচ মাস বয়সী শিশুদের মস্তিষ্কেও ‘বিলম্বিত ধীর তরঙ্গ’ প্রবাহিত হয়। এটি ওই শিশুদের সক্রিয় চিন্তার সামর্থ্য রয়েছে বলে ইঙ্গিত দেয়। আর এই সামর্থ্য আছে বলেই তারা ভাষা ও অন্যান্য বিষয় শিখে নিতে পারে।
সংশ্লিষ্ট মনোবিজ্ঞানী সিড কোওইডার বলেন, শিশুরা খুব দ্রুত শেখে এবং তাদের সম্পূর্ণ অজ্ঞাতেই এ শিক্ষার ব্যাপারটি সম্পন্ন হয় বলেই এত দিন পর্যন্ত ধারণা প্রচলিত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, ব্যাপারটি সত্য নয়।
- প্রথম আলো ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত গবেষণাকেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষকেরা শিশুদের মস্তিষ্কের কার্যপদ্ধতি বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলছেন, ছোট্ট শিশুরাও সচেতনভাবে চিন্তাভাবনা করতে সক্ষম।
নেচার সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক চলমান বস্তুর মতো কোনো কিছু শনাক্ত করলে সেটি সংরক্ষণের জন্য মস্তিষ্কে একধরনের সংকেত পৌঁছে যায়। গবেষণায় অন্তত ২৪০টি শিশুকে এক সেকেন্ডেরও কম সময়ে একটি ছবি দেখতে দেওয়া হয়। এতে পাঁচ মাস বয়সী শিশুদের মস্তিষ্কেও ‘বিলম্বিত ধীর তরঙ্গ’ প্রবাহিত হয়। এটি ওই শিশুদের সক্রিয় চিন্তার সামর্থ্য রয়েছে বলে ইঙ্গিত দেয়। আর এই সামর্থ্য আছে বলেই তারা ভাষা ও অন্যান্য বিষয় শিখে নিতে পারে।
সংশ্লিষ্ট মনোবিজ্ঞানী সিড কোওইডার বলেন, শিশুরা খুব দ্রুত শেখে এবং তাদের সম্পূর্ণ অজ্ঞাতেই এ শিক্ষার ব্যাপারটি সম্পন্ন হয় বলেই এত দিন পর্যন্ত ধারণা প্রচলিত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, ব্যাপারটি সত্য নয়।
- প্রথম আলো ডেস্ক
0 comments:
Thanks for Comment