এক্সপির ওয়েলকাম স্ক্রিনে আপনার পছন্দমত লেখা দিন

কম্পিউটার শুরুর আগে ব‌্যাবহার করুন মহান আল্লাহ্ পাকের নাম। বা আপনি ইচ্ছা করলে আপনার মনের মত কিছু ব‌্যাবহার করতে পারেন। আপনি যা লিখে দিবেন তাই আপনাকে ওয়েলকাম স্ক্রিনে দেখাবে। এই জন্য আপনাকে যা করতে হবে:
১. Start Menu -> Run এ Regedit টাইপ করে এন্টার চাপুন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE / SOFTWARE /Microsoft / Windows NT / CurrentVersion / Winlogon এ ক্লিক করুন।
৩. ডান পাশে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। আপনি যে লেখাটি ওয়েলকাম স্ক্রিনের ক্যাপশন হিসেবে ব‌্যাবহার করতে চান তা টাইপ করুন। যেমন:- Bismillahir Rahmanur Rahim.
৪. এর ঠিক নিচে লেখা আছে LegalNoticeText। ওখানে ডাবল ক্লিক করুন। আপনি যে লেখাটি ওয়েলকাম স্ক্রিন ব‌্যাবহার করতে চান তা টাইপ করুন। যেমন:- Allah is with those who restrain themselves.
৫. আপনার কাজ প্রায় শেষ। এখন শুধু একবার পিসি রিস্টার্ট করুন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO