মানুষ ভুল করে কেন?

মানুষ কেন ভুল করে? হিসাবে ভুল, নাকি তার প্রাপ্ত তথ্যের বিভ্রান্তির জন্য? যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, প্রাপ্ত তথ্যে ভুল বা বিভ্রান্তির কারণেই মানুষ ভুল করে বেশি।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, মানুষের মস্তিষ্ক সঠিক তথ্য পেলে তথ্য প্রক্রিয়াজাতও সঠিক হয়। কিন্তু ভুল বা বিভ্রান্তিকর তথ্যে প্রক্রিয়াজাত পদ্ধতি বাধাগ্রস্ত হয়। এমনকি বিভ্রান্তিকর তথ্যের কারণে মস্তিষ্কে প্রক্রিয়াজাত পদ্ধতি থেমেও যেতে পারে। যেমন: বিষয় সম্পর্কে বা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে ভুল তথ্যের কারণে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত নিতে পারে।
এর আগে এক গবেষণায় দাবি করা হয়েছিল, মস্তিষ্কের স্নায়ুকোষেই বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে বর্তমান গবেষণায় মস্তিষ্কে পাঠানো তথ্য ও মস্তিষ্কের কাজ আলাদাভাবে পর্যবেক্ষণ করে আগের দাবিকে ভুল প্রমাণিত করেছে।
সংশ্লিষ্ট গবেষক এ সম্পর্কে বলেন, তাঁরা দেখতে পান, মস্তিষ্কের অভ্যন্তরীণ কাজ বিভ্রান্তিহীন। যত ভ্রান্তি সেখানে তথ্য দেওয়ার সময়ে।
গবেষকেরা চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও ১৯টি পরীক্ষাগারের ইঁদুরের ওপর গবেষণা করেন। ইঁদুরগুলো ছিল প্রশিক্ষিত। নির্দিষ্ট শব্দের প্রতি তারা সাড়া দিতে পারে। যুবক ও ইঁদুরগুলোর দুই কানের কাছে ক্লিক শব্দ করা হয়। ডান ও বাঁ কানে অনিয়মিতভাবে এ শব্দ করা হয়। এরপর শব্দের ধরনের প্রতি মানুষ ও ইঁদুরের সাড়া দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। স্বাভাবিক শব্দের ক্ষেত্রে সঠিক তথ্য মিলেছে। কিন্তু যখনই শব্দের ধরনে এবং একটির সঙ্গে আরেকটি মিশে গেছে, তখনই তাদের দেওয়া সাড়াও ভুল এসেছে।
- প্রথম আলো

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO