এবার সোনার গাছ !
টাকা কি গাছে ধরে? এমন কথা আমরা হরহামেশাই শুনে থাকি কিংবা বলি। কিন্তু বিজ্ঞানীদের দাবি, গাছ থেকে টাকা পাওয়া না গেলেও সোনা পাওয়া সম্ভব। তাঁরা গাছ থেকে সোনা পাওয়ার এ পদ্ধতিকে বলছেন ফাইটোমাইনিং বা উদ্ভিদের মাধ্যমে খনিজ আহরণ।
গাছ থেকে সোনা আহরণের পদ্ধতিটি বের করেছেন প্রাকৃতিক ভূ-রসায়নবিদ নিউজিল্যান্ডের ম্যাসে বিশ্ববিদ্যালয়ের ক্রিস এন্ডারসন। পদ্ধতিটি সম্পর্কে তিনি বলছেন, সরষে, সূর্যমুখী বা তামাকের মতো পাতাবহুল দ্রুত বর্ধনশীল গাছ বাছাই করা হয় প্রথমে। এরপর সোনার উপস্থিতি রয়েছে এমন মাটিতে গাছ রোপণ করতে হবে। গাছ পূর্ণবয়স্ক হলে সেখানকার মাটিতে সোনা দ্রবীভূত করার জন্য নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে। এতে মূলের মাধ্যমে গাছে শোষিত পানিতেও সোনার কণার উপস্থিতি ঘটবে।
সোনা আহরণের ক্ষেত্রে এটি একটি অভিনব পদ্ধতি হলেও তা প্রচলিত পদ্ধতি সরিয়ে দিতে পারবে না। এন্ডারসন বলেন, দূষিত খনি এলাকার পরিবেশ সংরক্ষণে এটি মূল্যবান ভূমিকা রাখতে পারে। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ায় এ পদ্ধতি কাজে লাগিয়ে অন্য গবেষকদের সঙ্গে পারদ দূষণ কমানোর লাগসই প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করছেন।
তবে কিছু বিজ্ঞানী এ পদ্ধতিতে দূষণ আরও বেশি হবে বলে মনে করেন। কেননা, মাটিতে উপস্থিত সোনাকে দ্রবীভূত করতে যে সায়ানাইড ও থায়া সায়ানাইড ব্যবহার করা হয়, তাতে দূষণ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ জে. স্কট এঙ্গেল বলেন, এ পদ্ধতি নিজেই পরিবেশ দূষণ ঘটাতে পারে। লাইভসায়েন্স।
সূত্রঃ প্রথম আলো
গাছ থেকে সোনা আহরণের পদ্ধতিটি বের করেছেন প্রাকৃতিক ভূ-রসায়নবিদ নিউজিল্যান্ডের ম্যাসে বিশ্ববিদ্যালয়ের ক্রিস এন্ডারসন। পদ্ধতিটি সম্পর্কে তিনি বলছেন, সরষে, সূর্যমুখী বা তামাকের মতো পাতাবহুল দ্রুত বর্ধনশীল গাছ বাছাই করা হয় প্রথমে। এরপর সোনার উপস্থিতি রয়েছে এমন মাটিতে গাছ রোপণ করতে হবে। গাছ পূর্ণবয়স্ক হলে সেখানকার মাটিতে সোনা দ্রবীভূত করার জন্য নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে। এতে মূলের মাধ্যমে গাছে শোষিত পানিতেও সোনার কণার উপস্থিতি ঘটবে।
সোনা আহরণের ক্ষেত্রে এটি একটি অভিনব পদ্ধতি হলেও তা প্রচলিত পদ্ধতি সরিয়ে দিতে পারবে না। এন্ডারসন বলেন, দূষিত খনি এলাকার পরিবেশ সংরক্ষণে এটি মূল্যবান ভূমিকা রাখতে পারে। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ায় এ পদ্ধতি কাজে লাগিয়ে অন্য গবেষকদের সঙ্গে পারদ দূষণ কমানোর লাগসই প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করছেন।
তবে কিছু বিজ্ঞানী এ পদ্ধতিতে দূষণ আরও বেশি হবে বলে মনে করেন। কেননা, মাটিতে উপস্থিত সোনাকে দ্রবীভূত করতে যে সায়ানাইড ও থায়া সায়ানাইড ব্যবহার করা হয়, তাতে দূষণ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ জে. স্কট এঙ্গেল বলেন, এ পদ্ধতি নিজেই পরিবেশ দূষণ ঘটাতে পারে। লাইভসায়েন্স।
সূত্রঃ প্রথম আলো
0 comments:
Thanks for Comment