Run Command ফিরিয়ে আনুন
উইন্ডোজ এক্সপির মতো উইন্ডোজ ৭ এবং ভিসতায় রান কমান্ড স্টার্ট মেন্যুতে থাকে না। স্ট্যার্ট মেন্যুতে ফিরিয়ে আনতে স্টার্ট বাটনের ওপর রাইট বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন। এবার Taskbar and Start Menu Properties খুলবে। এখান থেকে থেকে Start Menu নামক ট্যাবে ক্লিক করুন। তারপর Customize বাটনে ক্লিক করুন। এবার Customize Start Menu নামে নতুন আরেকটি উইন্ডো খুলবে। এখানে Run Command নামক চেক বক্সটা খুঁজে বের করুন। বক্সটিতে চেক করে OK দিন। এখন স্ট্যার্ট মেন্যুতে রান কমান্ড পাওয়া যাবে।
0 comments:
Thanks for Comment