ল্যাপটপ কি অতিমাত্রার গরম হচ্ছে?

ল্যাপটপ ব্যবহারকারীর পরিচিত সমস্যা হচ্ছে এটির অতিমাত্রায় গরম হওয়া। হার্ডওয়্যারগত কারণে ল্যাপটপ অনাকাঙ্ক্ষিতভাবে গরম হতে পারে। অতিমাত্রার গরম হওয়ার ফলে ব্যাটারির কার্যক্ষমতা কমে গিয়ে চার্জ-স্বল্পতা দেখা দেয়। এ জন্য প্রতিবার ল্যাপটপ ব্যবহারে অবশ্যই এর নিচে শক্ত কিছু দিতে হবে, যাতে অবাধে এর ভেতরের বাতাস বের হয়ে যেতে পারে। যদি ল্যাপটপ সঠিকভাবে বায়ু নিষ্কাশন সম্পন্ন করতে পারে, তাহলে অতিমাত্রার গরম হওয়া কমে যাবে এবং ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে সক্ষম হবে। ল্যাপটপের BIOS থেকে সিপিইউর ফ্যান নিয়ন্ত্রণ করে দিলে এটির অনাহূত গরম রোধ করা যায়। এটি সহজে করা যায় I8kfanGUI সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটি নামিয়ে নেওয়া যাবে www.diefer.de/i8kfan ওয়েব ঠিকানা থেকে। আরেকটি কারণ, ব্যাটারির মেটালিক কন্ডাক্টরের অংশ অপরিষ্কার থাকলে। এ জন্য আপনার ল্যাপটপ বন্ধ করে পেছন থেকে ব্যাটারি খুলে নিন। খেয়াল রাখুন এটি খোলার সময় যেন ল্যাপটপ অবশ্যই বন্ধ থাকে। এবার একটি কটন বাটে (তুলা দণ্ড) পরিষ্কারকারক যেকোনো কেমিক্যাল নিয়ে সেগুলো পরিষ্কার করুন। ইরেজার দিয়েও কাজটি করতে পারেন।
- প্রথম আলো

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO