যুদ্ধক্ষেত্রে সেনাদের জীবন রক্ষাকারী প্রযুক্তি
কৃত্রিম বাহু সংযোজন ও রক্ত জমাটবদ্ধ করা ও ক্ষত সারানোর মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি সেনাসদস্যদের গুরুতর আঘাত থেকেও সেরে উঠতে সহায়তা করছে।
দেহকাণ্ড/ধড়
অ্যাশারম্যান চেস্ট সিল: মার্কিন নৌবাহিনীর শাখা ইউএস নেভি সিলের তৈরি চিকিৎসার সরঞ্জামের সমন্বয়ে একটি আদর্শ সেট। এটি বুকের আঘাত সারিয়ে তুলতে কার্যকর।
রক্তক্ষরণ রোধ
কমব্যাট গজ: (যুদ্ধাহতদের রক্তক্ষরণ রোধে ব্যবহূত ব্যান্ডেজ) এটি ২০০৮ সালে সামরিক বাহিনী উদ্ভাবিত সেরা ১০ উদ্ভাবনের একটি।
রক্তরস দ্রবণ ও শক্তিশালী পরিবহন-কলা প্রকল্প: গুরুতর রক্তক্ষরণের শিকার সেনাদের জীবন রক্ষার হার বাড়িয়েছে।
হেমকন ব্যান্ডেজ ও চিটোফ্লেক্স : সংকটকালে চিকিৎসাসেবা পাওয়ার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখে ও রক্ত জমাটবদ্ধ করতে সাহায্য করে
শুকনো রক্তরস : ‘বহনযোগ্য’ রক্তরস যুদ্ধক্ষেত্রে জীবন রক্ষার হার বাড়িয়েছে।
স্মৃতিবড়ি: আঘাতজনিত ব্যথা ও অসুস্থতা নিরাময়ে এ বড়ির সম্ভাব্য ব্যবহার নিয়ে গবেষণা চলছে। মুখমণ্ডলের ক্ষত সারাতে ইনজেকশন। সংশ্লেষী-জৈব উপাদানের সমন্বয়ে তৈরি ইনজেকশন মুখমণ্ডলের ত্বকের নিচে দেওয়া হয়। এতে আঘাত সেরে যায়।
মুখমণ্ডল প্রতিস্থাপন: মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত সেনাদের সহায়তায় এটি নিয়ে গবেষণা চলছে।
হাত-পা
হাড় ও কৃত্রিম অঙ্গ সংযোজন : শক্তিশালী ও হালকা বস্তু দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির কৃত্রিম অঙ্গ সংযোজন।
দ্রুত হাড়ের জোড়া: আঘাত দ্রুত সারিয়ে আহত সেনাকে দ্রুত কাজে ফেরায়।
অন্যান্য
অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা: অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে মানুষের দৈহিক কার্যাবলি বন্ধ (হাইপোথ্যালামিয়া) হয়ে যায়। এর প্রতিকারের লক্ষ্যে গবেষণা চলছে।
মস্তিষ্কের ক্ষতি রোধ: অতিরিক্ত ঠান্ডায় মানুষের শরীরের তাপমাত্রা কমে গিয়ে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। বিষয়টি নিরসনের লক্ষ্যে গবেষণা চলছে।
=> প্রথম আলো
দেহকাণ্ড/ধড়
অ্যাশারম্যান চেস্ট সিল: মার্কিন নৌবাহিনীর শাখা ইউএস নেভি সিলের তৈরি চিকিৎসার সরঞ্জামের সমন্বয়ে একটি আদর্শ সেট। এটি বুকের আঘাত সারিয়ে তুলতে কার্যকর।
রক্তক্ষরণ রোধ
কমব্যাট গজ: (যুদ্ধাহতদের রক্তক্ষরণ রোধে ব্যবহূত ব্যান্ডেজ) এটি ২০০৮ সালে সামরিক বাহিনী উদ্ভাবিত সেরা ১০ উদ্ভাবনের একটি।
রক্তরস দ্রবণ ও শক্তিশালী পরিবহন-কলা প্রকল্প: গুরুতর রক্তক্ষরণের শিকার সেনাদের জীবন রক্ষার হার বাড়িয়েছে।
হেমকন ব্যান্ডেজ ও চিটোফ্লেক্স : সংকটকালে চিকিৎসাসেবা পাওয়ার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখে ও রক্ত জমাটবদ্ধ করতে সাহায্য করে
শুকনো রক্তরস : ‘বহনযোগ্য’ রক্তরস যুদ্ধক্ষেত্রে জীবন রক্ষার হার বাড়িয়েছে।
স্মৃতিবড়ি: আঘাতজনিত ব্যথা ও অসুস্থতা নিরাময়ে এ বড়ির সম্ভাব্য ব্যবহার নিয়ে গবেষণা চলছে। মুখমণ্ডলের ক্ষত সারাতে ইনজেকশন। সংশ্লেষী-জৈব উপাদানের সমন্বয়ে তৈরি ইনজেকশন মুখমণ্ডলের ত্বকের নিচে দেওয়া হয়। এতে আঘাত সেরে যায়।
মুখমণ্ডল প্রতিস্থাপন: মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত সেনাদের সহায়তায় এটি নিয়ে গবেষণা চলছে।
হাত-পা
হাড় ও কৃত্রিম অঙ্গ সংযোজন : শক্তিশালী ও হালকা বস্তু দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির কৃত্রিম অঙ্গ সংযোজন।
দ্রুত হাড়ের জোড়া: আঘাত দ্রুত সারিয়ে আহত সেনাকে দ্রুত কাজে ফেরায়।
অন্যান্য
অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা: অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে মানুষের দৈহিক কার্যাবলি বন্ধ (হাইপোথ্যালামিয়া) হয়ে যায়। এর প্রতিকারের লক্ষ্যে গবেষণা চলছে।
মস্তিষ্কের ক্ষতি রোধ: অতিরিক্ত ঠান্ডায় মানুষের শরীরের তাপমাত্রা কমে গিয়ে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। বিষয়টি নিরসনের লক্ষ্যে গবেষণা চলছে।
=> প্রথম আলো
0 comments:
Thanks for Comment