জনপ্রিয় কিছু ফাইল শেয়ারিং সাইট থেকে খুজে বের করুন আপনার কাংখিত সফটওয়্যার/ফাইল

বিভিন্ন সফটওয়্যার বা অন্যান্য প্রয়োজনে আমরা ফাইল শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকি।কিন্তু তারপও আমাদের অনেকের একটা আফসোস থাকে ।তা হলো যদি,সার্চ করে নিজের ইচ্ছেমতো ফাইল সংশ্লিশ্ট সাইট থেকে বের করতে পারতাম না।পিসি হেলপলাইন থাকতে আপনারা এই আফসোস নিয়ে বসে থাকবেন আর আমি তা বসে বসে দেখবো ? না তা হতে পারে না।তাহলে জেনে নিন বেশ কিছু জনপ্রিয় ফাইল শেয়ার সাইটের সার্চ করার কৌশল এবং খুজে নিন নিজের ইচ্ছে মতো ফাইল বা যেকোন সফটওয়্যারের ফুল ভাসর্ন।

একের ভিতর তিন: www.filecrop.com এই সাইট থেকে আপনি হটফাইল,রেপিডশেয়ার,মেগা আপলোড-এই তিনটি সাইটের যাবতীয় ফাইল খুজে বের করতে পারবেন।
মিডিয়া ফায়ার সার্চইঞ্জিন : www.mediafiretrend.com/

এই সাইট থেকে আনি মিডিয়াফায়ারের যাবতীয় ফাইল খুজে নিতে পারবেন।

হটফাইল সার্চইঞ্জিন : www.hotfile123.com/
এই সাইট থেকে আপনি হটফাইলের যাবতীয় ফাইল খুজে বের করতে পারবেন।

সূত্র: www.pchelplinebd.com/

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO