মুশফিককেই নেতৃত্বে রাখছে বিসিবি

এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহিমকেই জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বহাল রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জিম্বাবুয়ে সফরের ব্যর্থতায় আচমকা নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যে ভুল ছিল তা মুশফিক স্বীকার করেছেন আগেই। এই বছরের শেষপর্যন্ত তার সহকারী হিসেবে থাকছেন মাহমুদউল্লাহই। বুধবার বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 ২০১১ সালের অক্টোবরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেক হয় মুশফিকের। এছাড়া এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, গত অক্টোবরে রিচার্ড পাইবাস চলে যাওয়ার পর অন্তর্বর্তকালীন হিসেবে দায়িত্ব নেওয়া শেন জার্গেনসেনকেই প্রধান কোচের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে। ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তার মেয়াদ।

 =>বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO