যে কারণে এক্সপি ছাড়তে হবে

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির বয়স এক যুগের বেশি। যদিও এক্সপি এখনো বহাল তবিয়তেই চলছে, কিন্তু সেটা আর কত দিন? আগামী এপ্রিল থেকেই মাইক্রোসফট এক্সপির সব হালনাগাদ বন্ধ হয়ে যাবে। এখন সময় হয়েছে নিজেদের কম্পিউটার এক্সপি থেকে উইন্ডোজ ৭ কিংবা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে হালনাগাদ করা। যে তিন কারণে এক্সপি ছাড়তে হবে সেগুলো নিচে দেওয়া হলো।
নতুন সুবিধা: অ্যাপ্লিকেশন চালানো, ই-মেইল, ওয়েবসাইটে দেখার কাজ এক্সপি ভালোই করতে পারে। কিন্তু যেসব সুবিধা বা ফিচার উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমে একে একে আসছে, সেগুলো দিয়ে এক্সপির চেয়েও অনেক বেশি কাজ পাওয়া যাবে। উইন্ডোজ সাতের অ্যারো স্ন্যাপের কথাই ধরা যাক। ডেস্কটপে খোলা উইন্ডোগুলো টেনে পর্দার কিনারায় ছেড়ে দিয়ে সহজে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ করা যায়। যা এক্সপিতে নেই। আবার উইন্ডোজ আটে ফাইল হিস্ট্রির সুবিধা প্রতি ঘণ্টায় আপনার ফাইলগুলো স্ক্যান তো করেই, ক্রমাগত পরিবর্তন হচ্ছে এমন ফাইলগুলোর কপিও রেখে দেয়। উইন্ডোজ আটের আরেকটি সুবিধা হলো স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ (অটোমেটিক মেইনটেন্যান্স)। যা দিয়ে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, ম্যালওয়্যার স্ক্যান এবং কোনো ত্রুটি থাকলে তা সারানো যায় স্বয়ংক্রিয়ভাবেই।
নতুন প্রযুক্তি: প্রতিনিয়ত নতুন সব প্রযুক্তি যাঁরা উদ্ভাবন করছেন, তাঁরা পুরোনো এক্সপি নয় বরং সর্বশেষ নতুন অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করেই সেগুলো বাস্তবায়ন করছেন। ইউএসবি ৩.০ প্রযুক্তি এর ভালো একটি উদাহরণ। ইউএসবি ৩.০ দিয়ে যেখানে ১০ গুণ বেশি গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হচ্ছে, সেখানে এক্সপি এখনো পড়ে আছে ইউএসবি ২.০-এই। তারহীন প্রিন্টার, ব্লুুটুথ কি-বোর্ড ইত্যাদির কথা চিন্তা করলে দেখা যাবে, এক্সপির জন্য সেসব যন্ত্রের চালক সফটওয়্যার বা ড্রাইভার খুঁজে পাওয়াই মুশকিল ।
নিরাপত্তা: এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। সাইবার অপরাধীরা অপেক্ষায় আছে কখন মাইক্রোসফট কখন এক্সপির সেবা বন্ধ করবে। আক্রমণকারীরা অপেক্ষায় থাকে কখন মাইক্রোসফট বিভিন্ন নিরাপত্তার ত্রুটির হালনাগাদ (প্যাচ) ছাড়ে। সেগুলো তারা রিভার্স-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই ত্রুটি আবিষ্কারের চেষ্টা চালায়। এক্সপির সমর্থন উঠে গেলেই ম্যালওয়্যার তৈরির কারিগরেরা তখন উইন্ডোজ ৭ এবং ৮-এর প্যাচগুলো রিভার্স-ইঞ্জিনিয়ারিং করে খোঁজে দেখবে সেই সমস্যাটা উইন্ডোজ এক্সপিতেও আছে কি না। যদি থাকে তাহলো তো কথাই নেই। মাইক্রোসফটের মতে, গত বছরের মধ্যভাগে উইন্ডোজ এক্সপিতে ম্যালওয়্যার আক্রান্তের হার ছিল উইন্ডোজ ৮ থেকে ৬ গুণ বেশি।
উইন্ডোজের ইতিহাসে একক সেরা অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ ৭ এখন সেটার সফল উত্তরসূরি আর উইন্ডোজ ৮.১ হলো বর্তমান প্রযুক্তির চমৎকার এক অপারেটিং সিস্টেম। তাই এখনই এক্সপি না ছাড়লে নতুন সব প্রযুক্তির সুবিধা অনাস্বাদিতই থেকে যাবে।
- প্রথম আলো

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO