যে লক্ষণগুলো বলে দেবে আপনি একটি বিষাক্ত ভালোবাসার সম্পর্কে আছেন !

আপনি যে সম্পর্কে আছেন সেটি আপনার জন্য বিষাক্ত না তো? ভাবছেন সম্পর্ক আবার বিষাক্ত হয় কি করে, তাই না? বিষাক্ত সম্পর্ক হলো সেই সম্পর্ক যা আপনার বর্তমান ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। নানান রকম মানসিক অশান্তি তৈরী করা, অনিশ্চিত ভবিষ্যত, প্রতারণা এবং আরো নানান রকম সমস্যা সৃষ্টি করতে পারে একটি বিষাক্ত প্রেমের সম্পর্ক। আসুন জেনে নেয়া যাক ৫টি লক্ষণ সম্পর্কে যেগুলো বলে দেবে আপনার সম্পর্কটি বিষাক্ত কিনা।
আপনার মনে হবে আপনি কোনো কাজই ঠিক মত করতে পারেন না
আপনার কি কখনো এমন মনে হয় যে আপনি কোনো কাজই ঠিক মত করতে পারেন না? যা কিছুই করেন না কেন, সেটা সব সময়েই ভুল হয়? আপনার যদি এমন মনে হয়ে থাকে এবং এই ধারণাটা যদি আপনার সঙ্গী আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনি একটি বিষাক্ত সম্পর্কে আছেন। এ ধরণের সম্পর্কে প্রেমিক/প্রেমিকা সারাক্ষণ ভুল খোঁজে এবং এক পর্যায়ে গিয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে যায়। ফলে তখন মনে হতে থাকে যে আপনি কোনো কাজই ঠিক মত করার যোগ্য নন।
আপনার সঙ্গী শুধু নিজের ব্যাপারেই ভাবে, আপনার ব্যাপারে নয়
আপনার কি মাঝে মাঝে এমন মনে হয় যে আপনার সঙ্গী শুধু নিজের সুবিধা অসুবিধা ও চাহিদাগুলো নিয়েই ভাবে? আপনার কথা চিন্তা করা দূরে থাক, আপনার সুবিধা অসুবিধা গুলো নিয়েও তার কোনো মাথা ব্যাথা নেই। আপনি যদি এ ধরণের একটি সম্পর্কে থেকে থাকেন তাহলে তা আপনার জন্য বিষাক্ত সম্পর্ক। কারণ এ ধরণের সম্পর্কে আপনি কখনই সুখী হতে পারবেন না। সেই সঙ্গে একতরফা ভাবে সঙ্গীর চাহিদা পূরণ করতে করতে নিজের কথা একেবারেই ভুলে যেতে হবে আপনার।
আনন্দের মূহূর্তগুলো ঝগড়াঝাঁটিতে নষ্ট হওয়া
আপনার জন্মদিনের দিন, আপনাদের প্রেমের বর্ষপূর্তির দিন কিংবা যে কোনো আনন্দের দিনেও কি ঝগড়াঝাঁটি হয় আপনাদের? যদি জীবনের সবচাইতে আনন্দের দিন গুলোও নষ্ট হয় সম্পর্কের জটিলতায়, তাহলে বুঝে নিন আপনার সম্পর্কটি আপনার জন্য বিষাক্ত। জীবনের সুন্দর মূহূর্তগুলো যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় তাহলে পরবর্তিতে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার। সঙ্গীর সঙ্গে থাকলে আপনার নিজস্বতা হারিয়ে যায়
আপনি কি আপনার সঙ্গীর সাথে যতক্ষণ থাকেন ততক্ষন নিজেকে খুঁজে পান না? যদি সঙ্গীর মন পাওয়ার জন্য নিজের নিজস্বতা হারিয়ে ফেলতে হয় আপনাকে তাহলে আপনার সম্পর্কটি বিষাক্ত। কারণ সঙ্গীর মন পেতে এবং সঙ্গীকে খুশি করতে নিজেকে বদলে ফেলতে হলে সেই সম্পর্কে কখনই সুখী হওয়া যায় না। কখনই মানসিকভাবে সমর্থন না পাওয়া
বিপদে আপদে, সমস্যায় পড়লে কিংবা অন্য সময়ে কি আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাচ্ছেন? প্রেমিক/প্রেমিকা সুখে দুঃখে একে অপরের সাথে জীবন কাটিয়ে দেয়ার অঙ্গীকার করে সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু সে যদি সামান্য মানসিক সমর্থনটাও যদি দিতে না পারে তাহলে সারাজীবনের নানান বিপদে আপদে তাকে পাশে পাওয়ার আশা না করাটাই ভালো।

- See more at: http://www.priyo.com/

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO