এক নজরে বিশ্বকাপ ফুটবল-২০১৪

বিশ্বকাপের ২০তম আসরের পর্দা নেমেছে। ফুটবল বিশ্ব খুঁজে পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে জার্মানি। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এক মাস ধরে চলে গ্রেটেস্ট শো অন আর্থ। চলুন এক নজরে দেখে নেয়া যাক বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর উল্লেখ্যযোগ্য বিষয়গুলো।
  আয়োজক : ব্রাজিল 
  সময়কাল : ১২ জুন-১৩ জুলাই 
  অংশগ্রহণকারী দল : ৩২টি 
  ভেন্যু : ১২টি 
  চ্যাম্পিয়ন : জার্মানি 
  রানার্স আপ : আর্জেন্টিনা 
  তৃতীয় স্থান : নেদারল্যান্ডস 
  চতুর্থ স্থান : ব্রাজিল মোট 
  গোল : ১৭১ 
  গোল্ডেন বল : লিওনেল মেসি 
  গোল্ডেন গ্লাভস : ম্যানুয়েল ন্যুয়ার 
  গোল্ডেন বুট : হামাস রদ্রিগেজ 
  সেরা উদীয়মান : পল পোগবা 
  সর্বোচ্চ গোলদাতা : হামাস রদ্রিগেজ (৬ গোল) 
  মোট দর্শক : ৩৪ লাখ ২৯ হাজার ৮৭৩ মোট 
  প্রাইজমানি : ৫৬.৭ কোটি ডলার

- See more at: http://www.priyo.com/

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO