বাংলাদেশ সম্পর্কে জেনে নিন কিছু তথ্য


>বাংলাদেশ সম্পর্কে জেনে নিন কিছু তথ্য>>> 
•বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র। 
•বিশ্বের ১১তম সুখী দেশ। 
•বিশ্বের ৬ষ্ঠতম ভাষা আমাদেরই। 
•আমরাই একমাত্র ভাষার জন্য প্রাণ দিয়েছি। 
•অন্যতম শক্তিশালী ১০টি মুসলিম দেশের একটি। 
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত (কক্সবাজার)। 
•বিশ্বের সবচেয়ে বড় লোনাপানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে। 
•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু (যমুনা সেতু) তো এ দেশেই 
•জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশী বাহিনী প্রেরন করা দেশ। 
•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম। 
•প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশটি ২০৫০ সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে। 
•আমাদের রয়েছে নিজ ভাষা রক্ষার্থে প্রাণ দেওয়ার ইতিহাস, রয়েছে ৩০লক্ষ প্রাণের বিনিময়ে কেনা

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO