ক্বাবা_শরীফের_গিলাপ_নিয়ে_কিছু_তথ্য

√• ক্বাবা শরীফের গিলাপ প্রতি বছর হ্বজের সময় পরিবর্তন করা হয়। 
√• এই গিলাপের হাদিয়া প্রায় ২ কোটি সৌদি রিয়েল। 
√• এটির ওজন ৬৭০ কেজি। 
√• এটি শুধুমাত্র রেশমি কাপড়ের তৈরি হয়। 
√• এটি তৈরি করতে ১৫০ কেজি সোনা চান্দি লাগে। 
√•এটি ক্বাবা শরীফে পরাতে ৪ ঘণ্টার মত সময় লাগে৷

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO