মজার কিছু জোকস (০১)

প্রেম প্রস্তাব 
ছেলে :এই যে শুনছেন?
মেয়ে : হ্যাঁ, বলুন।
ছেলে : আপনার একটা ছবি তুলতে পারি?
মেয়ে : কেন?
ছেলে : না মানে, আমার বাচ্চাদের দেখাতাম, বিয়ের আগে তাদের মা দেখতে কেমন ছিল।
মেয়ে : দুষ্ট কোথাকার!

২০১৫ সালের বিয়ে ভাবনা
১৯৭০ সাল বর ভাবত : যৌতুক হিসেবে যদি একটা রেডিও পাওয়া যেত।
১৯৮০ সাল
বর ভাবত : যৌতুক হিসেবে যদি একটা সাইকেল পাওয়া যেত।
১৯৯০ সাল
বর ভাবত : যৌতুক হিসেবে যদি একটা মোটরসাইকেল পাওয়া যেত।
২০০০ সাল
বর ভাবত : যদি যৌতুক হিসেবে একটা গাড়ি পাওয়া যেত।
২০১৫ সাল
ছেলেরা ভাববে : যৌতুক প্রয়োজন নেই, শুধু এমন একটা বউ চাই, যার কোনো বয়ফ্রেন্ড নেই।

২০১৫ সালের এ+
২০০১ সাল
ছেলে : মা আমি এ+ পাইছি।
মা : আইজ যদি তোর বাবা বেঁচে থাকত কত খুশি হইত।
২০০৬ সাল
ছেলে : মা আমি এ+ পাইছি।
মা : পাইছ ভালো কথা। সবাইরে মিষ্টি দিয়ে আয়।
২০১২ সাল
ছেলে : মা আমি এ+ পাইছি।
মা : এইটা সবাই পায়। এতে খুশি হওয়ার কিছু নেই।
২০১৪ সাল
ছেলে : মা আমি এ+ পাইছি।
মা : কী, তুই এ+ পাইছস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা হতভাগা।
২০১৫ সাল
এ+ পাওয়ার লজ্জায় আত্মহত্যা করল এক মায়ের সন্তান!

২০১৫ সালে ঘুষের বিস্তৃতি
১৯৮০ সাল_ এক পুলিশের ছেলে পরীক্ষায় সব বিষয়ে আণ্ডা পেয়েছে।
পুলিশ : নালায়েক পোলা, অল সাবজেক্টে আণ্ডা পেয়েছিস। বল, তোরে কী শাস্তি দিমু?
ছেলে : এবারের মতো কানডলা দিয়ে মাফ কর। আরেকবার সুযোগ দাও।
২০১৫ সাল_ এক পুলিশের ছেলে পরীক্ষায় সব বিষয়ে আণ্ডা পেয়েছে।
পুলিশ : নালায়েক পোলা, অল সাবজেক্টে আণ্ডা পেয়েছিস। বল, তোরে কী শাস্তি দিমু?
ছেলে : এই নাও পঞ্চাশ টাকা। কেইসটা এখনই খতম কইরা দাও।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO