মজার কিছু জোকস (০২)


১। পুলিশের মার...........
- আমাদের পাশের বাড়ির ছেলেটা প্রতিদিন পুলিশের হাতে মার খায়।
- সেকি? ও কি প্রতিদিন চুরি করে ধরা পড়ে ?
- নাহ। চুরি করবে কেন ? ওকে মারে ওর বাবা। সে পুলিশ।

২। বিশ্বাসঘাতক বনাম দেশপ্রেমিক.............
কর্মী : বিশ্বাসঘাতক কাকে বলে?
নেতা : আমাদের দল ছেড়ে যারা অন্য দলে যোগ দেয় তারা বিশ্বাসঘাতক।
কর্মী : আর যারা অন্য দল থেকে আমাদের দলে আসে তারা?
নেতা : তারা দেশপ্রেমিক।

৩। বান্ধবী...............
ভিক্ষুক : স্যার, ১০টা টাকা দেন। চা পান করব।
বাবু : বাহ! তুমি তো শুদ্ধ করে কথা বলো। তা তুমি তো একা, ১০ টাকায় অন্তত দুই কাপ চা পাওয়া যাবে।
ভিক্ষুক : আসলে একা না আমি, সঙ্গে আমার বান্ধবীও রয়েছে। ওকে নিয়েই চা পান করব।
বাবু : পকেটে টাকা নেই, ভিক্ষা করে খাও, আবার বান্ধবী জুটিয়ে নিয়েছ!
ভিক্ষুক : বেয়াদবি মাপ করবেন স্যার, বান্ধবী আগে থেকেই ছিল। ওর কারণেই তো আজ আমি পথে!

৪। শেষ কথা..........
- আপনার স্ত্রীর সাথে নাকি প্রায়ই কথা কাটাকাটি হয়।
- তা-তো হয়ই। তবে সবসময় শেষকথা আমিই বলি।
- কি বলেন ?
- বলি তোমার কথাই ঠিক।

৫। প্রাচীন পশু..............
- আচ্ছা, বল তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?
- স্যার, জেব্রা। - জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো?
- স্যার, প্রাচীনকালে সবকিছুই সাদা-কালো ছিল। এখন সাদা-কালোর বদলে সব হয়েছে রঙিন। কিন্তু জেব্রা এখনও সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে জেব্রা প্রাচীনকালেরই পশু হওয়ার কথা!

৬। এক কথায় উত্তর
পদা: “এক কথায়” যদি তোকে নিজের সবচেয়ে খারাপ গুণটার কথা বলতে বলা হয়, তাহলে কোন খারাপ গুণটির কথা বলবি?
গদা: কারো আদেশ বা অনুরোধ মেনে চলা আমার পক্ষে খুবই অসম্ভব ব্যাপার।

৭। মেধাশূন্য পৃথিবী
গদা: জানিস পদা, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।
পদা: কিভাবে?
গদা: এই ধর এরিস্টটল মারা গেলো, নিউটন গত হয়েছে, আইনস্টাইন মরে ভূত হয়ে গেল, স্টিফেন হকিং-এর স্বাস্থ্যও খারাপ, আমার শরীরটাও বেশি ভালো থেকছি না কয়েকদিন ধরে…

৮। আই অ্যাম ডায়িং এক লোক এসএমএস করেছে তার বউকে, ‘কী করছ সোনা?’
‘আই অ্যাম ডায়িং।’
লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, ‘সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?’
‘দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!’
(বউ মরলে মানুষ এত খুশি হয় কেন?)

৯। গদা: কখনো কি “না” আর “আমিও না” নিয়ে কোন জোকস শুনছিস?
পদা: না
গদা: আমিও না।

১০। দৌড় প্রতিযোগিতা পাপ্পুর হাতে আইফোন দেখে তার বান্ধবী বলল, ‘কী সুন্দর মোবাইল! কত দিয়ে কিনলে?’
পাপ্পু: দৌড় প্রতিযোগিতায় জিতেছি।
বান্ধবী: ওয়াও! কতজন দৌড়েছিল?
পাপ্পু: তিনজন পুলিশ, এক মোবাইল ফোন ব্যবসায়ী আর আমি।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO