এবার মুখ দেখেই আপনাকে চিনে নেবে এটিএম বুথ!!

এবার মুখ দেখেই এটিএম চিনে নেবে আপনাকে। চীনে প্রযুক্তিবিদরা এরকমই নতুন এটিএম নিয়ে আসছে।
বেজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং হ্যাংঝউয়ের প্রতিরক্ষা কোম্পানি জেকওয়ান টেকনোলজি চীনে অপরাধমূলক কাজকর্ম কমানোর উদ্দেশেই এই নতুন প্রযুক্তি নিয়ে আসছে।
এতদিন পর্যন্ত চীনের এটিএম গুলি ছিল বিদেশি প্রযুক্তিতে তৈরি। এই প্রথমবার চীন নিজের দেশের প্রযুক্তি দিয়ে এটিএম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
জুন মাসেই চীনে ‘মেড ইন চায়না’-র দ্বারা নিজেদের এই প্রযুক্তিকে প্রচার করবে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO