২০১৬ সালের সরকারি ছুটির তালিকা

২০১৬ সালের সরকারি ছুটির তালিকা নিচে দেওয়া হলো। 
  • ২১ ফেব্রুয়ারি (৯ ফাল্গুন), রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।
  • ১৭ মার্চ (৩ চৈত্র), বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। 
  • ২৬ মার্চ (১২ চৈত্র), শনিবার স্বাধীনতা ও জাতীয় দিবস। 
  • ১ মে (১৮ বৈশাখ), রোববার মে দিবস। 
  • ২১ মে (৭ জ্যৈষ্ঠ), শনিবার বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)। 
  • ১ জুলাই (১৭ আষাঢ়), শুক্রবার জুমাতুল বিদা। 
  • *৬ জুলাই (২২ আষাঢ়), বুধবার ঈদুল ফিতর। 
  • ১৫ আগস্ট (৩১ শ্রাবণ), সোমবার জাতীয় শোক দিবস। 
  • *২৫ আগস্ট (১০ ভাদ্র), বৃহস্পতিবার জন্মাষ্টমী। 
  • * ১২ সেপ্টেম্বর (২৮ ভাদ্র), সোমবার ঈদুল আজহা। 
  • *১১ অক্টোবর (২৬ আশ্বিন), মঙ্গলবার দুর্গাপূজা (বিজয়া দশমী)। 
  • *১২ ডিসেম্বর (২৮ অগ্রহায়ণ), সোমবার ঈদে মিলাদুন্নবী (সা.)। 
  • ১৬ ডিসেম্বর (১১ পৌষ), শুক্রবার বিজয় দিবস। 
  • ২৫ ডিসেম্বর (১১ পৌষ), রোববার যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
যেসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, সেগুলোতে তারকা (*) চিহ্ন দেওয়া হয়েছে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO