ওযু করার সঠিক নিয়ম । ওযু করার সহী পদ্ধতি ।
নামাজ বেহেস্তের চাবি এবং ওযু নামাজের চাবি। সঠিক ভাবে ওযু না করলে নামাজ হবে না। তাই আসুন আজ থেকেই সঠিক নিয়মে ওযু করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন , আমীন।
‘বিসমিল্লাহ’ বলে ওযূর শুরু করবে। ওযূ শেষে পড়বে-
উচ্চারণ: আশহাদু আল্লাইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লাশারীকালাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহূ।
0 comments:
Thanks for Comment