২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচী জেনে নিন

২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচী প্রকাশ করা হয়। উক্ত সময়সূচী অনুসারে ২০১৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩রা এপ্রিল ২০১৬ তারিখ হতে শুরু হবে। সকাল ও বিকাল ২ টি সিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রকাশিত সময়সূচী নিচে তুলে দেওয়া হলোঃ

২০১৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) এবং ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিস (DIBS) পরীক্ষার সময়সূচী



২০১৬ সালের আলিম পরীক্ষার চূড়ান্ত সময়সূচীঃ



উল্লেখ্য ২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ৫০ মিনিট এমসিকিউ পরীক্ষার পর ১০ মিনিট বিরতি দিয়ে রচনামূলক পরীক্ষা শুরু হবে।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO