'বিষন্ন পুরুষ আর হাস্যোজ্জ্বল নারী বেশি আকর্ষণীয়'
নারীদের কাছে নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে চান? তাহলে বেশি হাসবেন না। কেননা নারীরা বিষন্ন পুরুষ পছন্দ করে। কিন্তু পুরুষরা তার বিপরীত। তাদের পছন্দ নারীর হাস্যোজ্জ্বল অভিব্যক্তি।
সম্প্রতি 'আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল ইমোশন' এ মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
এতে পুরুষদের কিছুটা লাজুক ও নারীদের তাচ্ছিল্য করার উপদেশও দেওয়া হয়েছে।
কানাডার গবেষকরা আরো জানান, যৌনাবেদনময় পুরুষের চেয়ে যেসব পুরুষরা ভুল করেছে এবং তা তারা জানে বলে ভাব বা অহং প্রকাশ করে তাদের সঙ্গেই নারীরা বেশি সুখী হয়।
গবেষণায় কিছু নারী ও পুরুষকে ছবি দেখানো হয় এবং ছবির মানুষের অভিব্যক্তি দেখে যৌন আবেদন সম্পর্কে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
গবেষণার পরিচালক ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক জেসিকা ট্রেসি এক সাক্ষাৎকারে বলেন, "ছবিতে যেসব পুরুষ হাসছিল তারা মোটেও আকর্ষণীয় নয় বলে নারীরা মতামত জানায়।"
অন্যদিকে পুরুষদের প্রতিক্রিয়া নারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন।
ট্রেসি আরো বলেন, "ছবিতে যে নারীরা হাসছিলেন তারা সবচেয়ে আবেদনময়ী বলে পুরুষরা রায় দেন এবং তারা হাসিকেই নারীর সবচেয়ে আবেদনময়ী অভিব্যক্তি বলে মন্তব্য করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্প্রতি 'আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল ইমোশন' এ মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
এতে পুরুষদের কিছুটা লাজুক ও নারীদের তাচ্ছিল্য করার উপদেশও দেওয়া হয়েছে।
কানাডার গবেষকরা আরো জানান, যৌনাবেদনময় পুরুষের চেয়ে যেসব পুরুষরা ভুল করেছে এবং তা তারা জানে বলে ভাব বা অহং প্রকাশ করে তাদের সঙ্গেই নারীরা বেশি সুখী হয়।
গবেষণায় কিছু নারী ও পুরুষকে ছবি দেখানো হয় এবং ছবির মানুষের অভিব্যক্তি দেখে যৌন আবেদন সম্পর্কে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
গবেষণার পরিচালক ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক জেসিকা ট্রেসি এক সাক্ষাৎকারে বলেন, "ছবিতে যেসব পুরুষ হাসছিল তারা মোটেও আকর্ষণীয় নয় বলে নারীরা মতামত জানায়।"
অন্যদিকে পুরুষদের প্রতিক্রিয়া নারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন।
ট্রেসি আরো বলেন, "ছবিতে যে নারীরা হাসছিলেন তারা সবচেয়ে আবেদনময়ী বলে পুরুষরা রায় দেন এবং তারা হাসিকেই নারীর সবচেয়ে আবেদনময়ী অভিব্যক্তি বলে মন্তব্য করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Thanks for Comment