গুরুত্বপূর্ণ ফোল্ডার চিহ্নিত করুন

  ফোল্ডার হাইলাইট নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলো চিহ্নিত করে রাখতে পারেন। ৭৩২ কিলোবাইটের সফটওয়্যারটি http://bit.ly/dqE1IW ঠিকানা থেকে নামিয়ে সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন। এখন যেকোনো ফোল্ডারের ওপর মাউস রেখে ডান ক্লিক করলে ফোল্ডার হাইলাইট নামের একটি অপশন পাবেন, এখান থেকে ফোল্ডারের রং পরিবর্তন করে ফোল্ডারটি চিহ্নিত করে রাখুন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO