অনলাইনে যেভাবে পূরণ করবেন কলেজে ভর্তির ফরম

   মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার নয়টি সরকারি কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা যাবে।
শুধু টেলিটক প্রিপ্রেইড মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। মোবাইলের Message অপশনে গিয়ে CAD কাঙ্ক্ষিত কলেজের EIIN কাঙ্ক্ষিত গ্রুপের নামের প্রথম অক্ষর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সাল শিফটের নাম কোটার নাম লিখে Send করবেন 16222 নম্বরে।
গ্রুপের ক্ষেত্রে: Science-এর জন্য S, Humanities-এর জন্য H ও Business Studies-এর জন্য B লিখতে হবে। শিফটের ক্ষেত্রে: Morning-এর জন্য M, Day-এর জন্য D, English Version-এর জন্য E এবং আবেদনকৃত কলেজের যদি কোনো শিফট না থাকে তবে অবশ্যই N লিখতে হবে। কোটার ক্ষেত্রে: মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধস্তন দপ্তরসমূহ ও স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সন্তানদের কোটার জন্য EQ লিখতে হবে। উল্লিখিত কোটার আওতাধীন না হলে কোটার অপশনে কিছু লেখার প্রয়োজন নেই। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, কলেজের নাম, গ্রুপের নাম ও শিফটসহ ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে CADYesPIN Contact Number (নিজের ব্যবহূত যেকোনো মোবাইল নম্বর) লিখে Send করবেন 16222 নম্বরে।
* একজন আবেদনকারী একাধিক কলেজে বা একই কলেজে একাধিক গ্রুপে বা একই কলেজে একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে, তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ৮০ টাকা কেটে নেওয়া হবে।
    * ভর্তির আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৯ জুন, ২০১১।
    * পুনর্নিরীক্ষণের মাধ্যমে যাদের ফল পরিবর্তিত হবে, তাদের জন্য আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৩ জুন, ২০১১।
   * ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ১৯ জুন, ২০১১ তারিখে এসএমএস, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ও www.educationboard.gov.bd বা www.comillaeducationboard.gov.bd-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
   * ভর্তিসংক্রান্ত সব কার্যক্রমে মন্ত্রণালয় ও বোর্ড প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হবে।
কলেজসমূহের নাম ও EIIN:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 105822, কুম িল্লা সরকারি মহিলা কলেজ 105821, কুমিল্লা সরকারি কলেজ 105824, লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ 105955, চাঁদপুর সরকারি কলেজ 103568, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ 103294, চৌমুহনী সরকারি এস এ কলেজ 107253, ফেনী সরকারি কলেজ 106642 এবং নোয়াখালী সরকারি কলেজ 107659। 

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO